রবিবার ১৭ নভেম্বর, ২০২৪


(বাঁদিকে) গৌরীপ্রসন্ন মজুমদার। বিশিষ্ট অভিনেতা অধ্যাপক ড. শঙ্কর ঘোষ (ডন দিকে)।

বাংলা আধুনিক গানের জগতের প্রবাদপ্রতিম গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের জন্মের শতবর্ষ চলছে। তাঁকে স্মরণ করে গত শুক্রবার ২৬ জুলাই শুক্রবার সন্ধ্যায় শরৎ সমিতি আয়োজন করেছিল ‘শতবর্ষে গৌরীপ্রসন্ন মজুমদার’ শীর্ষক একটি আলোচনাচক্র।
আলোচনাচক্রটি অনুষ্ঠিত হয়েছিল শরৎচন্দ্রের বাসভবনে (২৪ অশ্বিনী দত্ত রোড)। বক্তব্য রাখেন বাংলা ছবির বিশিষ্ট অভিনেতা অধ্যাপক ড. শঙ্কর ঘোষ। প্রায় ঘণ্টাখানেক অনুষ্ঠানটি চলেছিল। ড. ঘোষ গৌরীপ্রসন্ন মজুমদারের জীবনের নানান আকর্ষণীয় দিক তুলে ধরলেন।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৫৭: গাড়ি থেকে নেমেই ছবি বিশ্বাস বললেন, ‘তোদের ছবির নামই তো পথে হল দেরি’

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৪: যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না?

পরে তিনি গৌরীপ্রসন্ন মজুমদার রচিত বেশ কয়েকটি জনপ্রিয় গানের কোলাজ শোনান। যার মধ্যে ছিল অগ্নিপরীক্ষা, হারানো সুর, সপ্তপদী, বাদশা, চিরদিনের, অতল জলের আহ্বান প্রভৃতি ছবি। বৃষ্টি ভেজা সন্ধ্যায় জমজমাট হয়ে উঠেছিল এই অনুষ্ঠান। বক্তাকে ধন্যবাদ জানান শরৎ সমিতির সহ-সভাপতি ড. মনোতোষ দাশগুপ্ত।

Skip to content