শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

আপাতত গরম থেকে খানিক স্বস্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহ জুড়ে বৃষ্টি চলতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আবার ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিস্থিতিও তৈরি। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সব ক’টি জেলায় মঙ্গলবার এবং বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হালকা থেকে মাঝারি পরিমাণ হবে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। সেক্ষেত্রে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে, তবে আগামী শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধু কলকাতা নয়, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়া জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলের চার জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের এই ১০টি জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়া গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। এদিকে এই ঝড়বৃষ্টির আবহাওয়ার কারণে আগামী শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৯: বাইনাচ-গানেরও কদর ছিল ঠাকুরবাড়িতে

উত্তম কথাচিত্র, পর্ব-৬৩: বাবু ডাক্তার ও ‘ডাক্তারবাবু’

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার এবং বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার মালদহ-সহ উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সপ্তাহান্তে উত্তরবঙ্গের বাকি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৬৩: মহাভারতে উল্লিখিত মিথ্যাশ্রয়ের প্রাসঙ্গিকতা কী আজও আছে?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪৬: শ্রীমায়ের দুই ভ্রাতৃবধূর কথা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৫.৯ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস কম। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৫.৪ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম।আজ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৯: ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—ওড়া, কেওড়া, চাক কেওড়া ও কৃপাল

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৩: তরু দত্ত— এক আনন্দ বিষাদের তরুলতা

এই মুহূর্তে গাঙ্গেয় বঙ্গের উপর ঘূর্ণাবর্তের অক্ষরেখা অবস্থান করছে বলে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে। হাওয়া দফতর এও জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আগামী বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী আন্দামান সাগরে নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হতে পারে। আর সেখান থেকেই একটি নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ তৈরি হলে তা শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কি না, তার উপর নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল বুধবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ বলয় তৈরি হতে পারে। পরে সেটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে বলে জানানো হয়েছে। আবহবিদেরা জানিয়েছেন, সেই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো অনুকূল পরিস্থিতিও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে।

Skip to content