মুশকিল হল ইউরিক অ্যাসিড ধরা পড়লে সহজে এর থেকে সহজে মুক্তি পাওয়া যায় না। ইউরিক অ্যাসিডের সমস্যায় যে কেউ ভুগতে পারেন। কারণ, আগে সাধারণত বয়স্কদের এই সমস্যায় ভুগতে দেখা গেলেও, এখন যে কোনও বয়সেই ইউরিক অ্যাসিড বাড়তে পারে। প্রয়োজনের অধিক প্রোটিনযুক্ত খাবার খাওয়ার জন্য আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাতার বেড়ে যায়। ফলস্বরূপ, ব্যথা-যন্ত্রণায় জেরবার হতে হয়।
ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণে না রাখতে পারলে অন্যান্য অনেক রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এ প্রসঙ্গে চিকিৎসকদের বক্তব্য, শুধু নিয়ম করে ওষুধ খেলে হবে না, সঙ্গে রোজ দিন শরীরচর্চাও করতে হবে। শরীরচর্চায় ইউরিক অ্যাসিডের যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যায়। সমস্যা হল এই তীব্র গরমে আমরা অনেকেরই শরীরচর্চা করি না। কারণ অসহনীয় গরমে শরীরচর্চার প্রতি এক রকম অনীহা তৈরি হয়। অনেকে অত্যধিক ঘাম এবং ক্লান্ত হয়ে পড়ার ভয়ে জিমে যাচ্ছেন না। আবার বাড়িতে হালকা শরীরচর্চায়ও অনেকের উৎসাহ নেই। তবে চিন্তা নেই, এক্ষেত্রে এই তীব্র গরমে নিয়মিত কিছু ঘরোয়া উপায়ে বানানো পানীয় খেলে ইউরিক অ্যাসিডের ব্যথা নিয়ন্ত্রণে থাকতে পারে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
আরও পড়ুন: