প্রায়শই দেখা যায় বাচ্চারা খাবার টেবিলে বসে খাবার দেখলেই তাদের যত অনীহা চিৎকার-চেঁচামেচি। অনেক সময় গল্প বলে, ভুলিয়ে-ভালিয়ে, বকাঝকা করেও কিছুতেই খাওয়ানো যায় না। আপনার বাচ্চাও কি তাই করে? তাহলে সমস্যার সমাধানে পাঁচটি পরামর্শ রইল—
কী সেই ৫ পরামর্শ?
ব্রেকফাস্ট
● দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারে এটি। তাই বাচ্চাকে খাওয়ানোর সঙ্গে সঙ্গে সাথে নিজেও কখনো ব্রেকফাস্ট বাদ দেবেন না। রোজ সকালে নিয়ম করে একটি নির্দিষ্ট সময়ে সোনামণিকে ব্রেকফাস্ট খাওয়ানোর চেষ্টা করুন। প্রতিদিন নতুন নতুন জলখাবার তৈরি করা সম্ভব না হলেও একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিন। কারণ, অনেক সময় একই খাবার খেতে খেতে বাচ্চাদের অনীহা জন্মায়।