সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও বঙ্গবাসী এখনই তাপপ্রবাহের হাত থেকে মুক্তি পাবেন না। উত্তর-পশ্চিম দিক থেকে ঢুকছে শুষ্ক পশ্চিমা বায়ু। এর জেরেই দক্ষিণবঙ্গ জুড়ে আগামী বেশ কয়েক দিন তাপপ্রবাহের পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর এমনটাই পূর্বাভাস দিয়েছে।
সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলা। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না। দক্ষিণবঙ্গ জুড়েই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হবে। সোমবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি হতে পারে। তবে সোমবার উত্তরের বাকি জেলাগুলি শুষ্কই থাকবে। তাই আবহাওয়াও থাকবে অস্বস্তিকর।
আরও পড়ুন:

কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কি না বুঝবেন কী করে? চোখ, পা, ত্বকের এই সব লক্ষণ দেখলেই সতর্ক হন

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪২: শ্রীমার ভাইপো খুদি

হাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে সোমবার এবং মঙ্গলবার কলকাতা এবং হাওড়া জেলায় তাপপ্রবাহ হয়নি। যদিও দক্ষিণবঙ্গের বাকি জেলায় সোমবার তাপপ্রবাহের পরিস্থিতি হয়েছে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৪: সুন্দরবনের সুন্দরী গাছ

মুভি রিভিউ: রাজনীতির পটভূমিকায় ‘মহারানি সিজন ১’ টানটান উত্তেজনায় ভরা

আগামী দু’এক দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে পারে। এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমলেও এখনই গরম থেকে মুক্তি পাওয়া যাবে না। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, যদি তাপমাত্রা কমেও তাহলেও আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে। পাশাপাশি দু’দিন পরে আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে।

Skip to content