অনেক মহিলারই মুখে অবাঞ্ছিত লোম হয়, যা বেশ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সমস্যাটি যে হরমোন সংক্রান্ত তা আমাদের সবারই জানা। অনেকরই ঠোঁটের ওপরে, গালে এমনকী শরীরের বিভিন্ন অংশেও অবাঞ্ছিত লোম হয়। সমস্যার সমাধানে সৌন্দর্য সচেতনরা বিভিন্ন ধরণের বিউটি ট্রিটমেন্ট, ফেসিয়াল, থেডিং নানা রকম কৌশল অবলম্বন করেন। কিন্তু সবার পক্ষে এসব করা সব সময় সম্ভব হয় না। তবে চিন্তা নেই, এই প্রতিবেদনে আপনাদের জন্য রইল কিছু সহজ সামাধান।
তিন সহজ উপায়
পাতি লেবু ও চিনির মিশ্রণ
● পাতি লেবুর রসের সঙ্গে চিনিকে ভালো করে মিশিয়ে নিন। এরপর ওই মিশ্রণ আপনার শরীরের যে যে অংশে অবাঞ্ছিত লোম আছে সেখানে লাগিয়ে নিতে হবে। এভাবে মিশ্রণটিকে ১৫-২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ৩-৪ দিন এটি ব্যবহার করলে কাজ দেবে।
চিনি ও মধুর মিশ্রণ
● একটি পাত্রে সমান পরিমাণ চিনি ও মধু নিয়ে ভালো করে গরম করে নিতে হবে। মিশ্রণটি গরম হয়ে গেলে তাতে এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ভালো করে ফুটে গেলে হালকা গরম অবস্থায় শরীরের যে অংশটিতে অবাঞ্ছিত লোম আছে সেই জায়গাগুলিতে লাগিয়ে রেখে দিন। এবার কিছুক্ষণ পর একটা পাতলা নরম কাপড় দিয়ে উল্টো দিক থেকে টানুন। দেখবেন অবাঞ্ছিত লোম উধাও হয়ে গিয়েছে।
সুজি, অ্যালোভেরা জেল ও অলিভ অয়েল
● একটি কাপে কিছুটা অ্যালোভেরা জেল নিয়ে নিন, এরপর তাতে আধ চা চামচ লেবুর রস ও সুজি, একটু মধু ও সামান্য অলিভ অয়েল দিয়ে ভালো করে মেশান। মিশ্রণটি ঘন হলে সেটি সারা মুখে লাগিয়ে নিতে হবে। এবার ভালো করে শুকিয়ে গেলে হাতে অল্প জল নিয়ে ধীরে ধীরে মিশ্রণটিকে ঘষে ঘষে তুলে ফেলুন। ব্যাস, এই সব ঘরোয়া পদ্ধতিতেই মুখের অতিরিক্ত অবাঞ্ছিত লোম সহজেই তোলা যায়। মুখে ফিরে আসবে লাবণ্য।