রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


সাবধানে রং খেললে ত্বকের ক্ষতি হবে না। ছবি: সংগৃহীত।

হোলি রঙের উৎসব। এমন দিনে আট থেকে আশি সবাই আনন্দে মেতে ওঠেন এই উৎসবে। কিন্তু সব ভালোর পিছনে থাকে কিছু সমস্যাও থাকে। রং খেলারও তাই কিছু সমস্যা রয়েছে। কারণ, রং একটা কেমিক্যাল। একে পিগমেন্টও বলা হয়। রং কী থেকে তৈরি হচ্ছে তার ওপর নির্ভর করে তা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক।
এখন অল্পবয়সী ছেলেমেয়েদের একটা অদ্ভুত শখ হচ্ছে, এমন রং মাখাতে হবে যেটা সহজে উঠবে না। বেশিক্ষণ লেগে থাকলে যে ত্বকেরও বেশি ক্ষতি হয় সেটা তারা ভাবেই না। মনে রাখতে হবে, যত বেশিক্ষণ রং লেগে থাকবে তত বেশিবার সাবান এবং জালি দিয়ে ঘষে ঘষে রং তুলতে হবে, যা ত্বকের পক্ষে ক্ষতিকর।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৫৫: মেরা কুছ সামান তুমহারে পাস পড়া হ্যায়…

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪১: সুন্দরবনে বাঘে-মানুষে সংঘাত

 

আবির

আবির তুলনামূলকভাবে কম ক্ষতিকর। কিন্তু মুশকিল হল, আজকাল আবিরেও অনেক সময় ক্ষতিকারক কেমিক্যাল রং মেশানো হচ্ছে। আবার অনেকে তো ইচ্ছে করেই আবিরে রং মিশিয়ে নেন। অল্পবয়সীদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। এতে ত্বকের যে কত ক্ষতি হতে পারে, তা তাদের ধারণারও বাইরে।

আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৫০: অর্ধশতাব্দী ছুঁলো ‘অমানুষ’

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৩৫: ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা

 

সাধারণত রং কী সমস্যা হয়

অনেক কিছুই ক্ষতি হতে পারে। তবে অ্যালার্জির সমস্যা বেশি হয়।
 

কী কী উপসর্গ দেখা যায়

চুলকায়, রাশ বেরোয়। বেশি দিন এই সমস্যা থাকলে বা পার্শ্বপ্রতিক্রিয়া খুব বেশি হলে সাদা বা কালো দাগ হয়ে যেতে পারে।

আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-১৬: কল্যাণী—অন্দরমহলের সরস্বতী

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৩৮: অভিভাবিকা মা সারদা

 

সাবধানতা

তাড়াতাড়ি রং ধুয়ে ফেলুন।
বেশি সময় লেগে থাকে এরকম রং থেকে দূরে থাকুন।
রং তোলার সময় কড়া সাবান ব্যবহার করবেন না।
রং খেলার আগে নারকেল তেল মেখে রাখুন। তাহলে রং ত্বকে ভালো করে লাগবেই না।
রং তোলার পর স্নান করে ময়েশ্চারাইজার
লাগান।
জোর করে রং খেলে এমন মানুষদের থেকে সাবধানে থাকুন। যে কোনও খেলার মতোই, রং খেলাও আপনার ইচ্ছের বিরুদ্ধে হতে পারে না।
কী ধরনের রং আপনাকে লাগানো হচ্ছে, পারলে সে বিষয়ে জেনে নিন।
সাধারণত রং খেলার জন্য আবির ভালো।
আবীরে রঙ আছে কিনা জানবেন কী করে? একটা সহজ উপায় হচ্ছে, হাতে আবির মেখে হাত ধুয়ে দেখুন— আবির লেগে থাকে না, রং থাকে।
রং খেলার উৎসবে যোগ দিন। কিন্তু এটাও মাথায় রাখুন, রঙের জন্য ত্বকের ক্ষতি হলে সেটা মোটেও ভালো লাগবে না।
সবশেষে বলি, যদি রং মেখে বাড়াবাড়ি রকম কোনও সমস্যা হয়, তাহলে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

যোগাযোগ: ৯৮৩১৫৮৫০৮০, ৯৮৩০৩৮২৪৯৮

* ডাঃ নীলেন্দু শর্মা ত্বক বিশেষজ্ঞ, অধ্যাপক, বিভাগীয় প্রধান, মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

Skip to content