সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


সিবিআইয়ের হাতেই তুলে দিতে হবে তৃণমূলের বহিষ্কৃত নেতা শাহজাহান শেখকে। সুপ্রিম কোর্ট গতকাল কলকাতা হাই কোর্টের দেওয়া নির্দেশই বহাল রাখল। মঙ্গলবার সন্দেশখালি নিয়ে হাই কোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে তৃণমূল সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। আজ বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেয়, পুলিশকে ধৃত শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতেই তুলে দিতে হবে।
মঙ্গলবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় ধৃত শাহজাহানকে বিকেল ৪টা মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। পাশাপাশি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গত ৫ জানুয়ারি ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের জন্য একক বেঞ্চের নির্দেশও খারিজ করে দেয়।
আরও পড়ুন:

চালু হয়ে গেল গঙ্গার নীচ দিয়ে মেট্রো, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, চালু আরও দুটি লাইন

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়া সজনে ডাঁটার আর কী কী গুণ রয়েছে?

কলকাতা হাই কোর্টের মতো সিবিআইয়ের আধিকারিকেরা মঙ্গলবার বিকেলে শাহজাহানকে হেফাজতে নিতে ভবানী ভবনে পৌঁছন। যদিও শাহজাহানকে না-নিয়েই ভবানী ভবন ছাড়তে হয় সিবিআইয়ের আধিকারিকদের।

Skip to content