ছবি: প্রতীকী।
আবার বৃষ্টির পূর্বাভাসের কথা শোনাল হাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আগামী তিন দিন বর্ষণের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলতে পারে। বৃষ্টি হতে পারে কলকাতাও। যদিও এখনই বৃষ্টির জন্য তাপমাত্রার পারদের তেমন পরিবর্তন হবে না, এই বলা হয়েছে।
রবিবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ২০.৯ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি্র আশপাশেই থাকতে পারে। শনিবার সর্বোচ্চ পারদ ছিল ২৮.২ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি তাপমাত্রা কম। আগামী কয়েক দিন কলকাতার আকাশ মেঘলা থাকবে। যদিও তাপমাত্রার পারদের তেমন পরিবর্তন হবে না।
আরও পড়ুন:
এই দেশ এই মাটি, পর্ব-৩৭: সুন্দরবনের নদীবাঁধের ভবিতব্য
পর্দার আড়ালে, পর্ব-৪৮: পুরীতে ‘নির্জন সৈকতে’র শুটিংয়ে একসঙ্গে চার চারটি শাড়ি পরে হাজির হয়েছিলেন ছায়া দেবী
আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বর্ষণের পূর্বাভাস রয়েছে। রবিবার হালকা বৃষ্টি হবে। মূলত কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারেও এই সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল সোমবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি ছাড়া বাকি জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুকনো আবহাওয়া ফিরে আসবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:
মোবাইল ফোন সুরক্ষিত রাখতে মোদী সরকারের ‘সাইবার স্বচ্ছতা’ অভিযানে বিনা খরচেই সমাধান, কীভাবে?
কিছুতেই মাংস সিদ্ধ হচ্ছে না? মটন কষা রান্নার আগে জেনে নিন এই ৪টি উপায়
উত্তরবঙ্গেও কমবেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্ত্রবঙ্গের বাকি কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুকনো থাকবে। এই মুহূর্তে ছত্তীসগঢ়ের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই সঙ্গে সমুদ্র থেকে জলীয় বাষ্প হুহু করে ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তাই এই সব জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।