রবিবার ৫ জানুয়ারি, ২০২৫


রণবীর ও দীপিকা।

২০১৮ সালের নভেম্বর মাসে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও বলিউড অভিনেতা রণবীর সিংহ। বিয়ের আগে ছয় বছরের প্রেম, আর পাঁচ বছরের দাম্পত্য জীবন। এ বার তাঁরা সংসারে নতুন অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত। মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে, চার-পাঁচ মাস হয়ে গিয়েছে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা অবস্থার।
ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের (বাফটা) মঞ্চে পোশাকাশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা শাড়িতে নজর কাড়েন অভিনেত্রী। দীপিকার ছবি ঘিরে ইতিমধ্যেই সমাজমাধ্যমে চর্চা শুরু হয়। সেরকমই দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়েও চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, দীপিকা মা হতে চলেছেন। এ বছরেই জন্ম নেবে তাঁদের প্রথম সন্তান।
আরও পড়ুন:

ভুঁড়ি বেড়েই চলেছে? রোজ সকালে খালি পেটে কী কী খেলে ঝরবে ওজন?

হিটে‌র হ্যাটট্রিক করেই কি শাহরুখ অবসর নিচ্ছেন? বাদশা জানিয়ে দিলেন কেমন হবে তাঁর শেষ সিনেমা!

সম্প্রতি বলিউড অভিনেত্রী দীপিকার এক সাক্ষাৎকারে তাঁর মা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ্যে এনেছিলেন। অভিনেত্রীর কথায়, ‘‘আমি ও রণবীর দুজনই সন্তান ভালোবাসি। নিজেদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসার জন্য আমরা অপেক্ষা করছি।’’ এ বার দীপিকা-রণবীরের সেই স্বপ্নই পূরণ হচ্ছে! যদিও এ নিয়ে রণবী বা দীপিকা কেউই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি।

Skip to content