শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


কাহিনি বৈশিষ্ট্য: থ্রিলার (২০২৩)
ভাষা: হিন্দি
প্রযোজনা: দিনেশ ভিজান, ম্যাডক ফিল্মস
কাহিনি চিত্রনাট্য সংলাপ: মিখিল মুসালে, অণু সিং চৌধুরী, ক্ষিতিজ পটবর্ধন, পারিন্দা জোশী
নির্দেশনা : মিখিল মুসালে
অভিনয়ে: ভাগ্যশ্রী, নিম্রত কৌর, রাধিকা মোহন, সোহম মজুমদার, সুবোধ ভাবে প্রমুখ
সময়সীমা : ১১৪ মিনিট
দেখা যাবে: নেটফ্লিক্সে


মেয়েদের ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে পড়া এখন এক আতঙ্ক। সচেতন থাকা অজানা অল্প চেনা-জানা মানুষের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা, ইন্টারনেটে ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো যথাসম্ভব আপলোড না করা বা আপলোড করলেও তা অত্যন্ত পরিচিত ও ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ রাখার মধ্যে দিয়ে সকলেই এখন আগের থেকে অনেক বেশি সাবধানী।
এরপরেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর অপব্যবহারে অশালীন ফেক ভিডিয়োর রমরমা এই মূহুর্তে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। আর সবসময় অচেনা লোকেই যে ক্ষতি করছে তা নয়। অনেক চেনা মানুষ ভুল করে বা নিছক মজা করতে গিয়ে ঘনিষ্ঠ বন্ধু ও বান্ধবী বা আত্মীয়-স্বজনের ক্ষতি করে দিচ্ছে। মোবাইলজনিত এই নব্য ব্যাধির বিষয়ে নানান সিরিজ বা সিনেমা তৈরি হয়েছে। এই বিষয় নিয়ে সাম্প্রতিক কাহিনিচিত্র ‘সজনী শিন্ডে কা ভাইরাল ভিডিয়ো’।
আরও পড়ুন:

মুভি রিভিউ: অরবিন্দনের প্রথম ছবি ‘উত্তরায়ণম’ স্বাধীনতার আগে ও পরের মূল্যবোধের গল্প

উত্তম কথাচিত্র, পর্ব-৬১: ‘বন্ধু’ তোমার পথের সাথী

কোনওরকম জটিলতার মধ্যে না গিয়ে পরিচালক সহজ ভাবে একটি থ্রিলারধর্মী গল্প বলেছেন। গল্পের পটভূমি পুণে। সেখানে একটি নামী স্কুলের একসময় ছাত্রী এবং এখন ফিজিক্সের শিক্ষিকা সজনী শিন্ডে। সিঙ্গাপুরের বেড়াতে গিয়েছিলেন। সেখানে তার জন্মদিনে খানিকটা বন্ধুদের চাপে পড়েই হাল্কা মদ্যপান করে ফেলেছিলেন। নিছক মজা করার জন্যই তাঁকে আরও একটু নেশা করিয়ে দিয়ে নাচতে পাঠানো হয়। অতি পরিচিত একজন সেই নাচের ভিডিও তুলে ভাইরাল করে দেন। কোন ক্ষতি করার উদ্দেশ্য নয়, নিছক মজার জন্যই করা। কিন্তু এই ভিডিয়ো সজনীর জীবনটাই বদলে দেয়। স্কুল থেকে কাজ হারায়, পরিবারের সামনে ছোট হয়ে যায়। প্রেমিকের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটে।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-১০: লীলা মজুমদার— নতুন রূপকথার হলদে পাখি

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৩৩: সুন্দরবনের এক অনন্য প্রাণীসম্পদ গাড়োল

হঠাৎ একদিন সজনীর একটি সুইসাইড নোট পাওয়া যায়। তা পর থেকে আর তাঁকে খোঁজে পাওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করে নানা ধরনের সূত্র পেতে শুরু করে। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গা থেকে মেয়েটির মোবাইল ট্র্যাক হতে থাকে। তার মানে কি সজনী মারা যায়নি? তদন্তের সঙ্গে সঙ্গে ক্রমশ রহস্য আরও ঘনীভূত হতে থাকে। শেষে গিয়ে পরিণতি দেখে চমকে উঠতে হয়।

সজনী শিন্ডে কা ভাইরাল ভিডিয়ো আদতে থ্রিলারধর্মী হলেও অনেকগুলো যুক্তিযুক্ত সামাজিক প্রশ্ন তুলেছে। আর ঠিক সেই কারণেই ছবিটি নিছক থ্রিলার নয়। সামাজিক পারিবারিক অনেক দায়িত্ব থাকে যা হয়তো আমরা এড়িয়ে যাচ্ছি।
আরও পড়ুন:

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-২৮: কে আবার বাজায় বাঁশি

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৩১: শ্রীমার পঞ্চতপা ব্রতানুষ্ঠান

বহুদিন বাদে ভাগ্যশ্রী একেবারে অন্য ধরনের একটি চরিত্রে অভিনয় করেছেন। তদন্তকারী অফিসারের ভূমিকায় নিম্রত কৌর অনবদ্য। তাঁর সহকারি ইন্সপেক্টরের ভূমিকায় চিন্ময় মাণ্ডলেকারের অভিনয় বিশেষভাবে প্রশংসনীয়। সজনীর ভূমিকায় রাধিকা মোহন নজর কেড়েছেন। সজনীর প্রেমিক সিদ্ধান্তের কঠিন ভূমিকায় অভিনেতা সোহম মজুমদার অত্যন্ত সফল। সজীনির বাবা সকল মঞ্চ অভিনেতা সূর্যকান্ত শিন্ডের ভূমিকায় মারাঠি চিত্র-মঞ্চ- টেলিভিশনের অত্যন্ত সফল ও জনপ্রিয় অভিনেতা সুবোধ ভাবের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য।
* মুভি রিভিউ: জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। উপন্যাস লেখার আগে জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’। বসুন্ধরা এবং… ১ম খন্ড প্রকাশিত হয়েছে। ডিজিটাল মাধ্যমে এই উপন্যাসের ২য় খণ্ড শেষ করে এখন লিখছেন তৃতীয় খণ্ড।

Skip to content