ছবি: প্রতীকী।
আপাতত আরামের দিন শেষ। শীতের আকাশে আরামের ঝলমলে রোদ আর পাওয়া যাবে না। সোমবার থেকে আগামী কয়েকদিন আকাশ আচ্ছন্ন থাকবে। সঙ্গে ঘনকুয়াশায় ঢাকা থাকবে আকাশ। এমনটাই জানিয়ে দিয়েছে হাওয়া দফতর। কলকাতা-সহ বাংলা জুড়ে আগামী সপ্তাহে বৃষ্টিও হতে পারে। রবিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জন্যই এই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া দফতর।
সম্প্রতি পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিছু দিন রাজ্যে বৃষ্টি হয়েছে। বৃষ্টি, মেঘলা আকাশ এবং কুয়াশার জেরে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন মানুষ। গত সপ্তাহে থেকে বৃষ্টি বন্ধ হয়েছে। আবার ঝলমলে রোদ বেরোয়। তাপমাত্রার পারদও ফের নিম্নমুখী হতে শুরু করে। কিন্তু রবিবার হাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে আর ঠান্ডা কমার কোনও সম্ভাবনা নেই। উলটে তাপমাত্রার পারদ একটু বাড়তেও পারে।
আরও পড়ুন:
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-২৮: কে আবার বাজায় বাঁশি
উত্তম কথাচিত্র, পর্ব-৬০: নতুন পথে রাজলক্ষ্মী ও শ্রীকান্ত
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে ঘনকুয়াশা থাকবে। আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। মঙ্গলবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়ায়। সেই সবগে কুয়াশাও থাকবে। আকাশ থাকবে মেঘলা। বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা-সহ বাংলা জুড়ে বৃষ্টি হওয়ার পূর্বাভাস আছে। শুক্রবার বৃষ্টির পূর্বাভাস নেই। তবে মেঘলা আকাশের সঙ্গে কুয়াশা থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৩ ফেব্রুয়ারি শনিবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। তবে দক্ষিণবঙ্গে আবার জমিয়ে ঠান্ডা ফিরবে কি না সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানায়নি হাওয়া দফতর।