সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


একজন মহিলা সারা জীবনে যতগুলি স্যানিটারি ন্যাপকিন বা ট্যাম্পন ব্যবহার করেন, তা সম্পূর্ণ রূপে বিশ্লেষিত হয়ে ফের পরিবেশে ফিরে যেতে সময় লাগে কয়েকশো বছর। তাই ঋতুস্রাবের সময়ে ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন বা ট্যাম্পনের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে উঠে এসেছে মেনস্ট্রুয়াল কাপের ব্যবহার। তবে এটি জনপ্রিয় হওয়ার পথে অন্যতম অন্তরায় মেনস্ট্রুয়াল কাপকে ঘিরে নানা ভ্রান্ত ধারণা। কাপ ব্যবহার করলে মেয়েদের ভার্জিনিটি ক্ষুণ্ণ হয়, কাপ পরে রাতে ঘুমোনো যায় না, কাপ লিক করতে পারে… এই জাতীয় নানা ভুল ধারণার বশবর্তী হয়ে অনেকেই ভয় পান মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করতে। কাপের বিভিন্ন ধরনের মাপ, তা ব্যবহার ও পরিষ্কার করার ঠিক উপায় সম্পর্কে আবার অনেকেরই সম্যক ধারণা নেই। জেনে নেওয়া যাক মেনস্ট্রুয়াল কাপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা ও তা ব্যবহারের সুবিধে-অসুবিধে।

Skip to content