বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


রাস্তায় রহমানের সঙ্গে সেই বিদেশিনি। ছবি: সংগৃহীত।

‘মা তুঝে সালাম’ অ্যালবামের কথা নিশ্চয়ই মনে আছে। এআর রহমানের এই অ্যালবামটি ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দেমাতরম্’ গানটিকে তিনি তৈরি করেছিলেন নিজের মতো করে। বিভিন্ন অনুষ্ঠান বা খেলার মাঠে ‘মা তুঝে সালাম’ গানটি এখনও একটি পরিচিত গান।
স্বাধীনতার ৫০তম বর্ষে তিনি নতুন আঙ্গিকে তৈরি গান করেছিলেন, যা ধীরে ধীরে আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। সাম্প্রতিক চমক হল, এআর রহমানেএ বার বিদেশের মাটিতে এক অনুরাগীর গানে মুগ্ধ হয়েছেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন:

বরসে গা সাওন: স্মরণে উস্তাদ রাশিদ খান

উত্তম কথাচিত্র, পর্ব-৫৯: হারিয়ে যাওয়ার ‘জীবন তৃষ্ণা’

ভিডিয়ো ক্লিপটিতে দেখা যাচ্ছে, বিদেশে হঠাৎ করে এক বিদেশিনি রহমানের গাড়ির সামনে উপস্থিত হন। সুরকারকে দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়েন ওই বিদেশিনি। তিনি জানান, তাঁর সঙ্গীত সফরের অনুপ্রেরণা এআর রহমান। তিনি রহমানকে জানান, তিনি তাঁকে একটি গান শোনাতে চান। সম্মতি পেয়েই তরুণী তাঁর গিটার বাজিয়ে ‘বন্দেমাতরম’ গানটি গাইলেন। কী করলেন রহমান? তিনি মোবাইল বার করে বিদেশিনি গাওয়া গানটি ফোনবন্দি করেন। যদিও ওই ভিডিয়োটি কোন জায়গায় তোলা তা অবশ্য জানা যায়নি।

Skip to content