বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

অনেকেরই বাড়ির অন্দরমহলকে সাজাতে চান সবুজের ছোঁয়ায়, অথচ শীতকালের কথা ভেবে তাঁরা ঘরে গাছ রাখতে ভয় পান। কারণ শীতকাল হল পাতাঝরার মরসুম। শীতকালে পাতাহীন গাছগুলি দেখলে মনখারাপ হয়ে যায়। তবে কিছু গাছ রয়েছে, যেগুলি পর্ণমোচী নয়। সারা বছরই পাতা থাকে গাছে। তেমন কয়েকটি গাছের সন্ধান রইল।
 

স্নেক প্ল্যান্ট

এই গাছ হল এমন যেগুলির বেড়ে ওঠার জন্য সূর্যের আলোর প্রয়োজন পড়ে না। খুব অন্ধকার কোণেও অনায়াসেই বেড়ে ওঠে। খুব বেশি জল দিতেও হয় না। সবচেয়ে বেশি সুবিধা হল, শীতে এই গাছের পাতা একইরকম থাকে।

আরও পড়ুন:

রিভিউ: ক্রাইম থ্রিলারে সাজানো সামাজিক পচনের গল্প, ‘দহাড়’-এ দাপটের সঙ্গে গর্জন সোনাক্ষীর

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-২২: ঠাকুর ও মা সারদার সংসার

 

ফিলোডেন্ড্রন

বেশির ভাগ মানুষ সাধারণত ব্যালকনিতেই এই ধরনের গাছ রাখেন। লতানো গাছ বলে ব্যালকনিতে থাকলে খুব সুন্দর দেখায়। অনেকে আবার বসার ঘরের বইয়ের তাকেও সাজিয়ে রাখেন এই গাছ। তবে শীতের সময় এই গাছ বাঁচিয়ে রাখতে তেম্ন কোনও সমস্যা হয় না।

আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৮: সকালবেলাই হাঁটতে হবে?

উত্তম কথাচিত্র, পর্ব-৫৩: ‘সুরের পরশে’ তুমি-ই যে শুকতারা

 

বাম্বু প্ল্যান্ট

শীত, গ্রীষ্ম, বর্ষা—যে কোনও মরসুমেই বাম্বু প্ল্যান্ট ভালো। শীতকালেও একই রকম ভাবে সজীব থাকে বাম্বু প্ল্যান্ট। তবে পর্যাপ্ত জল দিতে হয়। জল কম দিলে সমস্যা হতে পারে।
 

পিস লিলি

ঘরের শোভা বৃদ্ধি করতে পিস লিলির জুড়ি মেলা ভার। অনেকের বাড়িতেই পিস লিলি রয়েছে। গাছে ফুল ধরলে অসাধারণ শোভা বৃদ্ধি করে। শীতকালে পিস লিলির কোনও সমস্যা হয় না। পাতাও ঝরে যায় না।


Skip to content