শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


এবার ধীরে ধিরে গরম চলে গিয়ে শীতকাল আসতে চলেছে। আর শীতকাল আসা মানেই ঠান্ডা পড়বে। আর ঠান্ডা মানেই ময়েশ্চারাইজার বা তেল। এখন প্রধান জিজ্ঞাস্য বিষয় হল— কোন তেল মাখবেন, কোন তেল মাখবেন না। কোন দামি ক্রিমটা ভালো?

মনে রাখবেন, আমাদের ত্বকে কিছু গ্ল্যান্ড আছে যেগুলি থেকে আপনা-আপনিই তেল তৈরি হয়, যা ত্বকের বাইরে একটা আস্তরণ তৈরি করে। ঘাম এবং তেল কিন্তু এক জিনিস নয়। ঘাম মানেই জল। তেল আলাদা জিনিস। মানুষের মুখে, মাথায় তেল বেশি থাকে। তবে শরীরের উপরের অংশে তেল বেশি থাকলেও কোমরের নিচের অংশে অর্থাৎ পায়ে অনেকাংশে কম পরিমাণে থাকে। যত আমাদের বয়স বাড়তে থাকে, ততই শরীরের শুষ্কতাও বাড়তে থাকে। ফলে ছোটবেলায় শীতকালে যতটা না তেলের প্রয়োজন পড়ে, বয়সকালে তার থেকে অনেক বেশি প্রয়োজন পড়ে। গালে যেহেতু ব্রণও হয়, তাই আমরা সাধারণত গালে ক্রিম বা তেল মাখতে বারণ করি। কিন্তু অনেকেরই গালের ত্বক ড্রাই হওয়ার দরুন ক্রিম মাখতেই হয়।

Skip to content