রবিবার ২২ সেপ্টেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

বিশ্ব উষ্ণায়নে জেরবার আমাদের বসুন্ধরা। অনেক কারণের মধ্যে এর একটি উল্লেখযোগ্য কারণ হল বাতাসে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি। এই উষ্ণায়নে পৃথিবীর জলবায়ু, ভূমিরূপ, কৃষি উৎপাদনের উপর ব্যাপক প্রভাব পড়ছে। অদূর ভবিষ্যতে হয়তো মেরু অঞ্চলসহ পৃথিবীর বিভিন্ন স্থানের বরফ গলে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিকে জলমগ্ন করে দেবে এই গ্লোবাল ওয়ার্মিং। পরিমাণগত গ্রিনহাউস গ্যাস হিসেবে কার্বন-ডাই-অক্সাইড-এর পরিমাণ সর্বাপেক্ষা বেশি। বিশ্ব উষ্ণায়নে এই গ্যাসটির প্রভাব খুবই বেশি।
ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পর থেকেই এই গ্যাসটির পরিমাণ বাড়তে শুরু করে বায়ুমন্ডলে। এক হিসাব বলছে বিগত দেড়শ বছরে বাতাসে কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধি পেয়েছে প্রায় ৮০ শতাংশ। মানব জগতের কাজকর্মের ফলে প্রতি বছর প্রায় ৩০ বিলিয়ন টন কার্বন-ডাই-অক্সাইড নির্গত হয়। কার্বন ডাই অক্সাইড একটি প্রাথমিক গ্রিনহাউস গ্যাস ও প্রকৃতিতে ইহা দীর্ঘস্থায়ীও বটে। শিল্পক্ষেত্র, পরিবহন, বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য ক্ষেত্র থেকে প্রতিমুহূর্তে এই দূষক গ্যাসটি উৎপন্ন।
আরও পড়ুন:

বীজ বোম ও অরণ্যায়ন

চলো যাই ঘুরে আসি, অন্নপূর্ণা বেস ক্যাম্পের পথে, পর্ব-১: টি-হাউসের সামনের পাহাড়ের শৃঙ্গ-রা যেন রঙের উৎসবে মেতে উঠেছে

তাহলে কার্বন-ডাই-অক্সাইডরূপ দূষণ দৈত্যের হাত থেকে বাঁচার উপায় কি? বিজ্ঞানী, প্রযুক্তিবিদ্ ও পরিবেশবিদরা নানা উপায় বাতলাচ্ছেন। বর্তমান সময়ে একটি নতুন কথা শুনিয়েছেন তাঁরা। কার্বন ডাই অক্সাইড-এর একটি বিশাল উৎস কলকারখানা। এখান থেকে নির্গত এই বিষাক্ত গ্যাসটিকে যদি বাতাসে বের হবার আগেই পাতাল বন্দি করা হয়? তাহলে সমস্যার সমাধান হবে কিছুটা। আমেরিকার সাদাম্পটন বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক, প্রযুক্তিবিদ ও বিজ্ঞানীরা যে পন্থা আবিষ্কার করেছেন তা হলো মাটির তলায় যেখানে ক্ষারীয় আগ্নেয়শিলা বা ব্যাসল্ট আছে, সেই স্থানে তারা পরীক্ষামূলক ভাবে ২৩০ মেট্রিক টন কার্বন-ডাই-অক্সাইড পাতাল বা মাটির তলায় বন্দি করতে সমর্থ হয়েছেন।
আইসল্যান্ডেও একটি বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত গ্যাসটিকে মাটির তলায় প্রায় ৪০০-৫০০ মিটার দূরত্বে অবস্থিত ওই ক্ষারীয় ব্যাসল্ট স্তরে পাঠিয়েছেন সেখানকার বিজ্ঞানীরা। এই সকল পরীক্ষার দু’বছরের মধ্যেই তাঁরা দেখেন প্রায় ৯৫ শতাংশ কার্বন-ডাই-অক্সাইড গ্যাসই কার্বনেট লবণে রূপান্তরিত হয়েছে। এই লবণ পক্ষান্তরে মাটির খনিজ লবণের পরিমাণ বৃদ্ধি করে। সমগ্র প্রক্রিয়াটি করতে খরচ খুবই কম।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-২৩: সুন্দরবনে কুমিরের দেবতা কালু রায়

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব ৪৭: শীতকালে দই খেতে নেই?

তাই পরীক্ষার সাফল্যে উজ্জীবিত বিজ্ঞানীরা পৃথিবীর সর্বত্র ইহা প্রয়োগের চিন্তাভাবনা করছেন। তাঁরা দেখেছেন প্রতি টন কার্বন ডাই অক্সাইডের জন্য জলের প্রয়োজন মাত্র ২৫ টন। সমুদ্র তীরবর্তী অঞ্চলে জলের যোগান দেবে পরিশ্রুত সমুদ্রের জল। তবে বলা ভাল পৃথিবীর সব জায়গায় ব্যসল্ট ভূমিস্তর পাওয়া যায় না, তাই প্রক্রিয়াটি হয়তো সর্বজনীন বা বিশ্বজনীন হবে না তবে ভারতের দক্ষিণ ডেকান অঞ্চলে রয়েছে বিপুল ব্যাসল্ট স্তর। তাই দক্ষিণ ভারতে প্রক্রিয়াটি সফল হলেও হতে পারে। তাই যদি হয়, তাই বা মন্দ কি, দেশটিতো ভারত।
* ড. উৎপল অধিকারী, সহ-শিক্ষক, আঝাপুর হাই স্কুল, আঝাপুর, জামালপুর, পূর্ব বর্ধমান।

Skip to content