বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত।

বিতর্কের নিরিখে বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। কোনও তারকাকেই তিনি সমালোচনা করতে পিছপা হন না। আবার অনেকে আছেন যাঁরা নিজের মেধা এবং প্রতিভার জেরে বিনোদন জগতে জায়গা করে নিয়েছে। তবে তাঁদের মধ্যেও কারও কারও সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক কঙ্গনার। এদিকে, গত ৫০ বছরের গতে বাঁধা রেওয়াজ ভেঙে নজির গড়লেন কঙ্গনা। দশেরা উপলক্ষে তিনি লালকেল্লায় রাবণ দহনের সূচনা করেছেন।
সম্প্রতি কঙ্গনা সমাজমাধ্যমের পাতায় এই খবর জানিয়েছেন। তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে অভিনেত্রী বলেন, “৫০ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা রাবণ দহনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন। জয় শ্রী রাম!” আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মতো ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এ বছর ছিল সেই অনুষ্ঠানের সুবর্ণজয়ন্তী। সেই উপলক্ষে এ বার নতুন কিছু করার পরিকল্পনা ছিল আয়োজক কর্তৃপক্ষ।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১৭: মা সারদার ভগবতী সাধনা

কলকাতার পথ-হেঁশেল, পর্ব-১১: আমার নাম, তোমার নাম— তুং নাম, তুং নাম!

অন্য দিকে, এই মুহূর্তে কঙ্গনা তাঁর পরবর্তী ছবি ‘তেজস’-এর প্রচারে খুবই ব্যস্ত রয়েছেন। মঙ্গলবার দিল্লি লালকেল্লায় ওই অনুষ্ঠানটি হয়। মুম্বই থেকে রাজধানী যাওয়ার পথে বিমানে তাঁর দেখা হয় অজিত ডোভালের সঙ্গে। জাতীয় সুরক্ষা উপদেষ্টার সঙ্গে একটি ছবিও কঙ্গনা সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন।
আরও পড়ুন:

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-২১: ওঠো ওঠো রে! বিফলে প্রভাত বহে যায় যে!

তিনি কাপুর পরিবারের পুত্র, এমন জোর চড় খান যে, তার শব্দ নাকি এখনও রণবীরের কানে বাজে!

ডোভালের পাশের আসনেই বসেছিলেন কঙ্গনা রানাউত। অজিত ডোভালের সঙ্গে তাঁর ছবি সমাজমাধ্যমের পাতায় ছবি পোস্ট করে কঙ্গনা লেখেছেন, ‘‘আমি ভাগ্যবান যে বিমানে অজিত ডোভাল মহাশয়ের পাশে বসার সুযোগ পেয়েছি। ‘তেজস’-এর মতো একটা ছবি, যা আমাদের দেশে বীর সেনাকর্মীদের উদ্দেশে নিবেদিত… তার প্রচারে এসে এমন সান্নিধ্য পাব, ভাবতে পারিনি। তিনি প্রত্যেক সেনাকর্মীর অনুপ্রেরণা। আশা করি এই সাক্ষাৎ আমাদের ছবির জন্যও শুভ হতে চলেছে।’’

Skip to content