শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


১৯৭৫ সাল। রমেশ সিপ্পি পরিচালিত ছবি ‘শোলে’ মুক্তির সাল। বলিউড জগতে শীর্ষে থাকা এই ছবি ২০০২ সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের প্রথম সারির ১০টি ছবির মধ্যেও শীর্ষস্থানীয় থেকেছে। ২০০৫ সালে বলিউডের এক জনপ্রিয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিচারকেরা ৫০ বছরের শ্রেষ্ঠ ছবি হিসাবে ‘শোলে’ ছবিটি মনোনীত করেছিলেন। এমনকি, এই ছবির জনপ্রিয়তা এত বেশি যে, ২০১৪ সালে ‘থ্রি ডি’তে এই ছবি আবার প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

তবে, ‘শোলে’ ছবির মুক্তি নিয়ে প্রথম থেকেই সন্দেহ ছিল। এক কোটি টাকা মূল্যের বাজেট নিয়ে এই ছবির কাজ শুরু হয়েছিল। কিন্তু ছবিটি তৈরি করতে দু’বছরেরও বেশি সময় লাগে। ফলে বাজেট প্রায় তিন গুণ বেড়ে যায়। শেষ পর্যন্ত ‘শোলে’র বাজেট পৌঁছে গিয়েছিল তিন কোটিতে। জরুরি অবস্থায় মুক্তি পাওয়া ছবি আদৌ বক্স অফিসে সাড়া ফেলবে কি না, তা নিয়ে সংশয়ে ছিলেন পরিচালক-প্রযোজকেরা। মুক্তির সময় কোনও অশান্তি হবে কি না, তা নিয়েও ভয়ে ছিলেন তাঁরা। তবুও, এমন রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ১৯৭৫ সালের ১৫ অগস্ট মুক্তি পায় ‘শোলে’।


Skip to content