একদা মুনিবর নারদ ইন্দ্রলোকের উদ্যান থেকে একটি পারিজাত পুষ্প নিয়ে শ্রীকৃষ্ণকে উপহারস্বরূপ দেন এবং তিনি অনুরোধ করেন যে প্রিয়তমা পত্নী রুক্মীনিকে প্রদান করার জন্য। অপরদিকে চতুর দেবর্ষি কৃষ্ণের প্রথমাপত্নী সত্যভামার কাছে গিয়ে বলেন যে তিনি খুবই মর্মাহত ভগবান কৃষ্ণের আচরণে কারণ দেবলোক থেকে আনা সেই বিশেষ পুষ্প শ্রীকৃষ্ণ রুক্মিণীকে প্রদান করেছেন এবং সত্যভামাকে বঞ্চিত রেখেছেন।
রাগে ও মনোকষ্টে জর্জরিত সত্যভামা তখন কান্নায় ভেঙে পড়লেন। শ্রীকৃষ্ণ তখন সত্যভামাকে সান্ত্বনা দিয়ে বললেন তিনি আরও একটি পুষ্প তাঁর জন্য স্বর্গ থেকে আনাবেন। কিন্তু সত্যভা মা তাঁর ভালোবাসার প্রমাণস্বরূপ সমগ্র পারিজাত বৃক্ষটাকেই নিজের উদ্যানে চাইলেন। কিন্তু ইন্দ্রের উদ্যান থেকে সহজে এই বৃক্ষ আনা সম্ভব নয় জেনে ভগবান কৃষ্ণ রাতের অন্ধকারে দ্বাররক্ষীদের ফাঁকি দিয়ে অতি সন্তর্পণে পারিজাতবৃক্ষ আনতে চেষ্টা করলেন। কিন্তু শেষ রক্ষা হল না। ধৃত শ্রীকৃষ্ণ তখন দেবরাজের সম্মুখীন হয়ে সমস্ত কথা জানালেন। দেবরাজ সহজে সেই পারিজাত বৃক্ষকে হারাতে চাইলেন না তাই তিনি শ্রীকৃষ্ণকে যুদ্ধে আহ্বান করলেন।
এ বিষয়ে অবশ্য অন্য এক পৌরাণিক উপাখ্যান জড়িত আছে। এক সংবেদনশীল রাজার পারিজাত নামের সুন্দরী এক রাজকন্যা ছিলেন। নবযৌবন না সেই রাজকন্যা ভগবান আদিত্য অর্থাৎ সূর্যের প্রেমে অনুরক্ত হয়ে পড়েন। সূর্যদেবের নির্দেশে সেই রাজকন্যা সকল রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে সম্পূর্ণভাবে নিজেকে সূর্যের পায়ে সমর্পণ করলেন। বেশ কিছুদিন পর সূর্যদেব পারি যাতে প্রতি উদাসীন হয়ে তাকে ছেড়ে পুনরায় আকাশে বিলীন হয়ে যান।
অবশেষে বিরহ কষ্টে কাতর রাজকন্যা তখন প্রাণ ত্যাগ করেন। সেই রাজকন্যার চিতাভস্ম থেকে জন্ম হয় শিউলি গাছের। তাই শিউলি ফুল কোনভাবেই সূর্য রশ্মির মুখ দেখে না। রাতের অন্ধকারে ফুঁটে থাকা সেই ফুলগুলি ভোরের আলো দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই ঝরে পড়ে। এ ভাবেই শিউলি ফুল প্রতিদিন সূর্য উদয় সঙ্গে সঙ্গে আত্মবিসর্জন দিয়ে শিশির ভেজা মাটির সবুজের সঙ্গে মিশে যায়।
হাত বাড়ালেই বনৌষধি, পর্ব-২৬: রাধা কৃষ্ণের মিলনস্থল ‘কদম গাছ’
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-১৬: আজগুবি ‘নয়’, আজগুবি নয়, সত্যিকারের কথা!
এক নজরে
গাছের পরিচিতি
বিজ্ঞানসম্মত নাম: নিকট্যানথিস আর্বরট্রিটিস(Nyctanthes arbortritis)।
গাছের প্রকৃতি
গাছের বিস্তৃতি
উত্তম কথাচিত্র, পর্ব-৪৮: খেলার ছলে এসেছিনু যেথা ‘হারজিৎ’-র পর্ব রাখিনু সেথা
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৯: খাবারে একদম মশলা নয়?
কী কী উপাদানে ভরপুর?
ইতিহাস কথা কও, কোচবিহারের রাজকাহিনি, পর্ব-১২: স্বপ্নাদেশের দেবী ভবানী
পঞ্চমে মেলোডি, পর্ব-৩০: আ দেখে জারা কিসমে কিতনা হ্যায় দম… এই গানে পঞ্চমের বাজি ছিলেন কিশোর ও আশা
চিকিৎসাশাস্ত্রে ব্যবহার
পেটের অসুখ নিরাময়
অর্শের বেদনায়
সর্দি-কাশির উপশমে
কৃমি বিনাশে
মানসিক অবসাদ দূরীকরণে
বাতের ব্যথা দূর করতে
জীবাণুর সংক্রমণ বিনাশ করতে
ত্বকের পরিচর্যায়
অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে
স্ত্রী রোগ নিরাময়ে
চুলের সমস্যা দূর করতে
নানাবিধি রোগ নিরাময়ের জন্যই হয়তো ধর্মীয় সংস্কারের বন্ধনে আবদ্ধ রেখে পারিজাত অর্থাৎ শিউলি গাছকে আজও রক্ষা করার রীতি প্রচলিত আছে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে।