ছবি: প্রতীকী। সংগৃহীত।
গত দু’দিনের মতোই শুক্রবারও দফায় দফায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। শুক্রবার দিনভর কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। টানা বৃষ্টির জেরে তুলনায় নিচু জায়গা জলমগ্ন হতে পারে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার সকালে থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে সেটি ঝাড়খণ্ডের দিকে এগিয়ে গিয়েছে। বাংলায় বৃষ্টির কারণ হিসেবে বলা হয়েছে, বঙ্গোপসাগরে যে মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে তার প্রভাবেই বৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন:
শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?
গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র এবং শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ভারী বর্ষণ হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ ও দুই দিনাজপুরে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে।