সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


বলিপাড়ায় জনপ্রিয় মুখ মীরা রাজপুত। ছবি: প্রতীকী। সংগৃহীত।

অকালে কি আপনার চুল পড়ে যাচ্ছে? যত্ন নিতে এর তাঁর কথা শুনছেন। কিন্তু কিছুই লাভ হচ্ছে না। তাই কার্যকারী পদক্ষেপ করা প্রয়োজন। কী করবেন? ইতিমধ্যেই কি নারকেল বা কাঠবাদামের তেলের মতো জিনিস ব্যবহার করে ফেলেছেন? তাহলে এবার নতুন কিছু করে দেখা যাক।
কী সেই জিনিস? ডিমের তেল। ডিমের কুসুম থেকে বার করা হয় এই তেল। ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরলে পরিপূর্ণ এই তেল চুল এবং ত্বকের যত্ন নেয়। ফলে মাথার তালুর চামড়া শুষ্ক হয়ে খুসকির সমস্যা দেখা দিলে, তা দ্রুত সামলে দিতে পারে এই তেল।
আরও পড়ুন:

অমর শিল্পী তুমি, পর্ব-৭: তোমায় পড়েছে মনে আবারও…

প্রথম আলো, পর্ব-৫: বিশ্বের প্রথম ঘড়ি কোনটি? আবিষ্কারক কে?

পাশাপাশি এতে রয়েছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড। চুল পড়ার সমস্যা তার ফলে অনেকটাই কমে যেতে পারে। এতে রক্ত চলাচল স্বাভাবিক হয়, নতুন কোষ তৈরি করতে সাহায্য করে এই তেল। ডিমে উপস্থিত কোলেস্টেরল চুল নরম এবং মসৃণ করে দেয়। ফলে বাকি কোনও টোটকায় কাজ না হলেও, হাল ছাড়ে বরং এই তেল ব্যবহার করে দেখুন।

Skip to content