ছবি: প্রতীকী। সংগৃহীত।
গবেষণায় দেখা গিয়েছে, যাঁদের মুখের স্বাস্থ্য খারাপ (যেমন, মাড়ির রোগ বা দাঁতের ক্ষতি) তাঁদের হৃদরোগ বা স্ট্রোকের মতো কার্ডিওভাসকুলার সমস্যাগুলি ভালো মুখের স্বাস্থ্যের লোকদের তুলনায় অনেক বেশি। পাশাপাশি, দাঁত ভালো না থাকলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করাও সম্ভব হয় না। ‘জার্নাল অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকলজি ইন্ডিয়া’র করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে, দাঁতের সমস্যা রয়েছে এমন অন্তঃসত্ত্বাদের প্রসব সংক্রান্ত জটিলতায় ভোগার আশঙ্কাও বেশি। তাই এই সময়ে বেশি করে দাঁতের যত্ন নেওয়া প্রয়োজন।
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৬: গলা সাধলেই লতাকণ্ঠী?
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৭২: রবীন্দ্রনাথ প্রয়োজনে কঠোর হতেও পারতেন
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৩: সুন্দরবনের গ্রামরক্ষক দেবতা আটেশ্বর
কলকাতার পথ-হেঁশেল, পর্ব-৪: হাজরা মোড়ে নাম না জানা কচুরিখানা
দাঁত ও মুখের স্বাস্থ্য বজায় রাখতে কী কী নিয়ম মানতেই হবে?
দিনে দু’ বার ব্রাশ অবশ্যই
সঠিক ব্রাশ কিনুন
ফ্লস ব্যবহার করুন
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-১৫: একটাই ডেনজার জুজু যদি ধরে
অমর শিল্পী তুমি, পর্ব-৬: তোমার গানের এই ময়ুরমহলে
ভালো করে মুখ ধুতে হবে
চিনিযুক্ত ও আঠালো খাবার
ঠান্ডা পানীয় নৈব নৈব চ
ফলের রস খেলে
নিয়মিত দাঁতের চেকআপ
ওপরের উপায়গুলো অধিকাংশই আমাদের সবার হয়তো জানা কিন্তু তাও আলসেমি করে আমরা এগুলো মেনে চলিনা আর নিজেরাই নিজেদের ক্ষতি অজান্তে করে বসি। মনে রাখবেন একটা গোটা দিনে আমাদের কাছে ১৪৪০ মিনিট থাকে , মুখের যত্ন রাখার জন্য এর মধ্যে ৪-৫ মিনিটই যথেষ্ট।
যোগাযোগ: ৯৪৭৭৩২০১৭২