শনিবার আরও এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হল সারা দেশবাসী।
সারা দেশে খুশির হাওয়া আদিত্য-এল১-এর উৎক্ষেপণ নিয়ে। দেশের একাধিক জায়গায় থেকে উৎক্ষেপণের লাইভ স্ট্রিমিংয়ের দেখতে পাওয়া গিয়েছে। চন্দ্রযান-৩ গত ২৩ অগস্ট চাঁদের বুকে পা দিয়েছে। এদিন ল্যান্ডার বিক্রম সন্ধ্যা ৬টা ৪ মিনিটে প্রজ্ঞানকে নিয়ে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। আর তার ১০ দিনের মধ্যেই এ বার সৌরযান উড়ে গেল ইসরোর আদিত্য-এল১।
চাঁদের মতো সূর্যের পৃষ্ঠে যেহেতু নামা সম্ভব নয়, তাই উচ্চ প্রযুক্তির ‘আদিত্য-এল১’ মহাকাশযানকে একটি নির্দিষ্ট জায়গায় পাঠানো হবে। মহাকাশযান ওই নির্দিষ্ট স্থান (পয়েন্ট) অবধি গিয়ে ঘুরতে থাকবে। ওই পয়েন্টকে ‘ল্যাগরেঞ্জিয়ান পয়েন্ট ১’ বলা হয়। এখানে সূর্য এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকে না। এই ‘ল্যাগরেঞ্জিয়ান পয়েন্ট ১’-এ ‘আদিত্য-এল১’-কে পৌঁছে দিলে সেটি আজীবন সেখানে থেকে যাবে। ইসরো সেটাই করতে চাইছে। আগামী ২ বা ৩ সেপ্টেম্বর উচ্চ প্রযুক্তির ‘আদিত্য-এল১’ মহাকাশযানকে পাঠানো হবে। উৎক্ষেপণের পর প্রায় ১৬ দিন আদিত্য-এল১ পৃথিবীর চারিদিকে পাক খেতে থাকবে। এই ক’দিন সূর্যের দিকে পাড়ি দেওয়ার জন্য মোট পাঁচটি ধাপে গতিবেগ লাভ করবে আদিত্য। এর পর টানা ১১০ দিন ধরে সূর্যের অভিমুখে যাত্রা করবে আদিত্য এল১। তার পরে একটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে সূর্যকে পর্যবেক্ষণ করবে।
গোল হয়ে ঘুরছে প্রজ্ঞান, হঠাৎ চাঁদের মাটিতে সে কিসের খোঁজে করছে? ভিডিয়ো প্রকাশ ইসরোর
এই পাঁচটি কারণে বাড়ছে পুরুষের বন্ধ্যাত্ব, জেনে নিন কোনটি সবচেয়ে বেশি দায়ী
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১২: সুন্দরবনের আর এক ব্যাঘ্রদেবতা বড় খাঁ গাজী
অমর শিল্পী তুমি, পর্ব-৫: সফল হোগি তেরি আরাধনা
আদিত্য-এল১ মিশনের লক্ষ্য কী?
চন্দ্রযান-৩-এর চাঁদের মাটি ছুঁতে ৪০ দিন সময় লাগলেও, সূর্যের ‘ল্যাগরেঞ্জিয়ান পয়েন্ট ১’-এ পৌঁছতে অনেক বেশি সময় লাগবে। সূর্য এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শূন্য ওই জায়গায় পৌঁছতে ‘আদিত্য-এল১’ এর সময় লাগবে ১২০ দিন অর্থাৎ চার মাস । ‘চন্দ্রযান-৩’-কে পৃথিবী থেকে চাঁদে পৌঁছতে ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার পথে পাড়ি দিতে হয়েছে। সেখানে ‘ল্যাগরেঞ্জিয়ান পয়েন্ট ১’-এ পৌঁছতে ‘আদিত্য-এল১’কে পাড়ি দিতে হবে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে। তাই এত দিন সময় লাগবে। এই প্রথম ইসরো এত দূরে কোনও মহাকাশযানকে পাঠাবে।