ছবি: সংগৃহীত।
বৌদ্ধ ধর্মাবলীদের কাছেও শাল গাছ অত্যন্ত প্রিয় একটি গাছ। এবার আসা যাক, হিন্দুদের কাছে এই গাছ কেন এত পবিত্র। শ্রীরামচন্দ্র বনবাসে থাকাকালীন রাক্ষস রাজ রাবণ দ্বারা সীতা হরণ হয়। দেবী সীতাকে উদ্ধারে প্রচেষ্টায় যখন দুই ভাই রাম লক্ষণ বনের মধ্যে ঘুরছিলেন তখনই তাদের সাথে বানরার সুগ্রীবের সাক্ষাৎ হয়।নিজ ভ্রাতা দ্বারা সিংহাসন চুত সুগ্রীব তখন নির্বাসিত হয়ে ওই বনেই ঘুরে বেড়াচ্ছিলে। ঘটনাচক্রে ভগবান শ্রীরামের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি নিজের মনকষ্ট প্রভুর সামনে তুলে ধরেন। শ্রীরামচন্দ্র সুগ্রীবকে তাঁর রাজত্ব ও স্বয়ীপত্নীকে ফিরে পাওয়ার আশ্বাস দেন এবং তার পরিবর্তে সুগ্রীবকে তার সৈন্য সামন্ত নিয়ে রাবণের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে অনুরোধ জানান। কিন্তু বানরাজ সুগ্রীবের মনে সংশয় হল যে, কীভাবে বনবাসী রামচন্দ্র প্রবল পরক্রমশালী বালীকে পরাজিত করে তার হারান সিংহাসন ফিরিয়ে আনবেন।
এই কারণবশতই শাল গাছ হিন্দুদের কাছে অতি পবিত্র একটি বৃক্ষ রূপে আজও পুজো পেয়ে আসছে। ভারতীয় বহু লৌকিক লোকগাঁথায় শাল গাছের উল্লেখ পাওয়া যায়। গুজরাতের একটি অঞ্চলে বাবা ভীমনাথের আবাসস্থল হল একটি অতি প্রাচীন শাল গাছ। স্থানীয় বাসিন্দারা মহাদেবের ওই আবাসস্থলটিতে একটি সুসজ্জিত বিরাট মন্দিরে পরিণত করার জন্য ওই বৃক্ষ ছেদনে উদ্ধত হন। কিন্তু নির্মাণশিল্পীরা কাজ শুরু করার পূর্বেই বাবা ভীমনাথ তাদের স্বপ্নে দেখা দিয়ে সতর্ক করেন। ফলে ওই গাছ আর কাটা হয় না, আজও ভক্তরা ওই প্রাচীন শালবৃক্ষকে ঘিরে থাকা ছোট্ট একটি মন্দিরে বাবা-মহাদেবের দর্শনে যান। একই রকমভাবে শুধু লোকোকথা নয় লৌকিক চিকিৎসা পদ্ধতিতেও শাল গাছের ভূমিকা রয়েছে।
হাত বাড়ালেই বনৌষধি: এই ১০ সমস্যা দূর করতে জবা ফুলের জুড়ি মেলা ভার, জানতেন?
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯: ঠাকুরের ঘরণী সারদার গার্হস্থ্য জীবন
এক নজরে
কী কী উপাদানে ভরপুর?
কলকাতার পথ-হেঁশেল: অফিসপাড়ার ক্যান্টিন ডেকার্স লেনে কোলাহল
মন্দিরময় উত্তরবঙ্গ, পর্ব-৪: ধ্বংসের মুখে দাঁড়িয়ে কোচস্থাপত্যের অন্যতম কীর্তি দেওতাপাড়া শিব মন্দির
চিকিৎসাশাস্ত্রে ব্যবহার
ওজন নিয়ন্ত্রণে
কৃমি জনিত সমস্যা দূরীকরণ
ক্ষত এবং ঘা সারিয়ে তুলতে
গনেরিয়া রোগ নিরাময়
আমাশয় ও বদ হজমে নিরাময়
বদহজম, গ্যাস, মাথা ধরা, ঝিমুনি ইত্যাদি ভাব দূর করতে তিন থেকে চারটি শাল পাতা চার কাপ জলে সিদ্ধ করে ফুটিয়ে তা এক কাপে পরিণত করতে হবে। তারপর এটিকে দুবেলা খাবারের পর খেলে এই সকল সমস্যা দূর হবে।
কানের পুঁজ সারাতে
শরীরের চুলকানি কমাতে
যৌনাঙ্গের রোগ সারাতে
অমর শিল্পী তুমি, পর্ব-৫: সফল হোগি তেরি আরাধনা
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৫: টনিক খাওয়া শরীরের পক্ষে ভালো?
আরও যে সব কাজে লাগে
চিকিৎসা শাস্ত্রের ব্যবহার ছাড়াও শাল কাঠের বহুল ব্যবহার দৈনন্দিন জীবনে লক্ষ্য করা যায়। উদাহরণস্বরূপ কয়েকটি কথা উল্লেখ করলাম।