মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


দক্ষিণ ভারতীয় পোশাকে একে বারে অন্য সাজে ধরা দিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। তবে শুধু অভিনেত্রী নন, সাদা ধুতি ও উত্তরীয় পরে চর্চায় তাঁর প্রেমিক শিখর পাহাড়িয়াও। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি। আরও একটি বিষয় হল, জাহ্নবীর সাজপোশাকের মধ্যে অভিনেত্রীর আঙুলে ছিল বড় একটি হিরের আংটিও, যা নজর এড়ায়নি। গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, তাহলে কি তিরুপতির মন্দিরেই প্রেমিকের সঙ্গে সবার অজান্তেই বাগ্‌দান সেরে ফেললেন জাহ্নবী। যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল বিষয়টি অস্বীকার করেছে।
সুত্রের খবর, জাহ্নবীর বাগ্‌দানের খবর গুজব। আসলে শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই মায়ের জন্মদিনে তিরুপতি গিয়ে পুজো দেন জাহ্নবী। গত ১৩ অগস্ট ভোপালে ‘উলাঝ’ ছবির শুটিং ছিল। তাই তিনি পুজো দিতে যেতে পারেননি। অবশেষে কাজ শেষ হতেই, অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে শিখরের সঙ্গে মায়ের জন্য পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী। শ্রীদেবীর জন্মদিনে জাহ্নবী মায়ের সব জিনিস পরতে ভালোবাসেন। ২৬ বছর বয়সি জাহ্নবীর হাতের আংটি থেকে গয়না সবই তাঁর মায়ের বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৭০: খলশে মাছ চাষে আয়ের সঙ্গে কমবে মশার উপদ্রবও, আবার অবলুপ্তিও আটকানো সম্ভব

উত্তম কথাচিত্র, পর্ব-৪৬: বহু জনমের মায়া, ধরিল যে কায়া, ওগো ‘শিল্পী’ সে তো শুধু তোমারই ছায়া

বলিউডে আত্মপ্রকাশের পর থেকে তাঁর প্রেমজীবন নিয়ে কম জলঘোলা হয়নি। ‘ধড়ক’ ছবির অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। বলিপাড়ার অন্দরে এ নিয়ে দীর্ঘদিন জল্পনা ছিল। পরে শোনা যায়, জাহ্নবী তাঁর পুরনো প্রেমিক শিখরের কাছে ফিরে গিয়েছেন। তবে জাহ্নবীর দাবি, তিনি নাকি এখনও ‘সিঙ্গল’। যদি ইনস্টাগ্রামে অভিনেত্রী মাঝেমধ্যেই একের অপরের প্রতি ভালোবাসা দেখিয়ে থাকেন। অবশ্য সম্পর্ক নিয়ে ঘোষণা করতে নারাজ জাহ্নবী।

Skip to content