শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


চন্দ্রযান-৩। ছবি: ইসরো।

চাঁদের পথে আরও এক কদম এগোল চন্দ্রযানের ল্যান্ডার ‘বিক্রম’। শুক্রবার স্বয়ংক্রিয় ভাবে ‘বিক্রম’ তার গতও কিছুটা কমিয়ে ফেলেছে। চাঁদের উপবৃত্তাকার কক্ষপথে প্রবেশের জন্যে গতি কমানো হয়েছে বলে জানা গিয়েছে। ইসরো তাদের সমাজমাধ্যমের পাতা ‘এক্স’-এ জানিয়েছে, ল্যান্ডারের এখনও পর্যন্ত ঠিকঠাক রয়েছে। চাঁদে অবতরণের জন্য যাবতীয় পরিকল্পনা সফল হয়েছে।

উচ্চ প্রযুক্তির একাধিক স্বয়ংক্রিয় ক্যামেরা ল্যান্ডার ‘বিক্রম’-এর সঙ্গে লাগানো রয়েছে। সেই ক্যামেরা থেকে ‘বিক্রম চন্দ্রপৃষ্ঠের কিছু তুলেছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা সেই ছবির শুক্রবার তাদের এক্স’ হ্যান্ডেলে দিয়েছে। ইসরো জানিয়েছে, বিক্রম আগামী রবিবার দুপুর ২টো নাগাদ আরও এক বার গতি নিয়ন্ত্রণ করবে।

এ প্রসঙ্গে ইসরো জানিয়েছে, মূল মহাকাশযান চন্দ্রযান-৩ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ল্যান্ডার ‘বিক্রম’ এর এখন গন্তব্য হল চন্দ্রপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার উপরের কক্ষপথ। সেখান থেকে ল্যান্ডার ‘বিক্রম’ ধীরে ধীরে চাঁদের মাটিতে নামানো হবে। অনেকটা পাখির পালকের মতো নামবে সে। চার বছর আগে এই পর্যায়ে এসে ইসরোর ‘চন্দ্রযান-২’ ব্যর্থ হয়েছিল। চার বছর আগে ওই পর্যায়ে এসে ব্যর্থ হয় ইসরোর ‘চন্দ্রযান-২’। এ বার ইসরো সফল হয় কি না, সেটাই এখন দেখার। গত বারের মতো এ বারও সর্বশেষ এবং সবচেয়ে কঠিন পর্যায়টির দিকে তাকিয়ে আছে সারা দেশ।
আরও পড়ুন:

পাখি সব করে রব, পর্ব-২: দুর্লভ পরিযায়ী পাখি ল্যাপউইং

ইয়ারফোন না কি হেডফোন? কোনটি ব্যবহারে করলে কানের ক্ষতি হবে না?

এ প্রসঙ্গে ইসরো জানিয়েছে, মূল মহাকাশযান চন্দ্রযান-৩ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ল্যান্ডার ‘বিক্রম’ এর এখন গন্তব্য হল চন্দ্রপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার উপরের কক্ষপথ। সেখান থেকে ল্যান্ডার ‘বিক্রম’ ধীরে ধীরে চাঁদের মাটিতে নামানো হবে। অনেকটা পাখির পালকের মতো নামবে সে। চার বছর আগে এই পর্যায়ে এসে ইসরোর ‘চন্দ্রযান-২’ ব্যর্থ হয়েছিল। চার বছর আগে ওই পর্যায়ে এসে ব্যর্থ হয় ইসরোর ‘চন্দ্রযান-২’। এ বার ইসরো সফল হয় কি না, সেটাই এখন দেখার। গত বারের মতো এ বারও সর্বশেষ এবং সবচেয়ে কঠিন পর্যায়টির দিকে তাকিয়ে আছে সারা দেশ।
আরও পড়ুন:

প্রথম আলো, পর্ব-১: বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি জানেন?

জনপ্রিয়তায় পপ তারকা টেলর সুইফটকে টপকে গেলেন অরিজিৎ সিংহ

বৃহস্পতিবার চন্দ্রযান-৩ থেকে ‘বিক্রম’ বিচ্ছিন্ন হওয়ার পরেই চন্দ্রপৃষ্ঠে অবতরণের সেই জটিল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইসরো আগেই জানিয়েছে, ল্যান্ডার আগামী ২৩ অগস্ট বুধবার চাঁদের মাটি ছোঁবে। যদিও বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ‘বিক্রম’ ইসরো নির্ধারিত সময়ের আগে চাঁদে নেমে পড়তে পারে। ‘বিক্রম’ নামবে চাঁদের দক্ষিণ মেরুতে। এখনও পর্যন্ত কোনও মহাকাশযান সেখানে নামতে পারেনি। তাই ইসরোর তৈরি চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে নামতে পারলে ইতিহাস তৈরি করবে ভারত।

রাশিয়াও ইতিহাস তৈরির সামনে রয়েছে। তাদের তৈরি মহাকাশযান ‘লুনা-২৫’, ২১ আগস্ট চাঁদের মাটিতে নামতে পারে। বিক্রম যেখানে নামবে তার থেকে আর একটু দক্ষিণে, চাঁদের ৭২ ডিগ্রি অক্ষাংশে ‘লুনা-২৫’ এর নামার কথা এটির। এখনও চাঁদের দক্ষিণ মেরু অনাবিষ্কৃত। দক্ষিণ মেরুতে যে আগে পা নামবে, সে-ই ইতিহাসে গড়বে। এই দৌড়ে ভারত রাশিয়ার আগে চাঁদের মাটিতে পা রাখতে পারে কি না, এখন সে দিকেই নজর বিশ্ববাসীর।

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content