রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


চাঁদের আরও কাছে এল চন্দ্রযান-৩। ছবি: প্রতীকী।

চাঁদের মাটি ছুঁতে আর বেশি দেরি নেই। ইসরোর তৈরি চন্দ্রযান-৩ চাঁদের আরও কাছে পৌঁছে গেল। বৃহস্পতিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তৈরি চন্দ্রযান-৩ থেকে ল্যান্ডার আলাদা হয়ে গিয়েছে। আগামী বুধবার চাঁদে নামবে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ‘বিক্রম’।

এ প্রসঙ্গে ইসরো জানিয়েছে, মূল মহাকাশযান চন্দ্রযান-৩ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ল্যান্ডার ‘বিক্রম’ এর এখন গন্তব্য হল চন্দ্রপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার উপরের কক্ষপথ। সেখান থেকে ল্যান্ডার ‘বিক্রম’ ধীরে ধীরে চাঁদের মাটিতে নামানো হবে। অনেকটা পাখির পালকের মতো নামবে সে। চার বছর আগে এই পর্যায়ে এসে ইসরোর ‘চন্দ্রযান-২’ ব্যর্থ হয়েছিল। চার বছর আগে ওই পর্যায়ে এসে ব্যর্থ হয় ইসরোর ‘চন্দ্রযান-২’। এ বার ইসরো সফল হয় কি না, সেটাই এখন দেখার। গত বারের মতো এ বারও সর্বশেষ এবং সবচেয়ে কঠিন পর্যায়টির দিকে তাকিয়ে আছে সারা দেশ।
আরও পড়ুন:

অমর শিল্পী তুমি, পর্ব-৩: অভিনয় নয়, কিশোর মনে-প্রাণে একজন গায়ক হিসেবেই আত্মপ্রকাশ করতে চেয়েছিলেন

যত মত, তত পথ, পর্ব-১: শ্রীরামকৃষ্ণের আনন্দ-পাঠশালা

বৃহস্পতিবার চন্দ্রযান-৩ থেকে ‘বিক্রম’ বিচ্ছিন্ন হওয়ার পরেই চন্দ্রপৃষ্ঠে অবতরণের সেই জটিল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইসরো আগেই জানিয়েছে, ল্যান্ডার আগামী ২৩ অগস্ট বুধবার চাঁদের মাটি ছোঁবে। যদিও বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ‘বিক্রম’ ইসরো নির্ধারিত সময়ের আগে চাঁদে নেমে পড়তে পারে। ‘বিক্রম’ নামবে চাঁদের দক্ষিণ মেরুতে। এখনও পর্যন্ত কোনও মহাকাশযান সেখানে নামতে পারেনি। তাই ইসরোর তৈরি চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে নামতে পারলে ইতিহাস তৈরি করবে ভারত।
আরও পড়ুন:

হাত বাড়ালেই বনৌষধি: রুদ্রাক্ষ সম্পর্কে এই কথাগুলি জানতেন?

প্রথম আলো, পর্ব-১: বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি জানেন?

আগামী ২৩ অগস্ট সন্ধ্যা ৫টা ৪৭ মিনিট নাগাদ ল্যান্ডার বিক্রমের রোভার প্রজ্ঞানকে নিয়ে অবতরণ’ (সফট ল্যান্ডিং) করার কথা। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে সফল উৎক্ষেপণ হয় ‘চন্দ্রযান-৩’-এর। উৎক্ষেপণের ২৩ দিন পর চাঁদের কক্ষপথে পৌঁছেছে চন্দ্রযান-৩। এর আগে পাঁচ বার পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টানে পৃথিবীর কক্ষপথেই ঘুরছিল চন্দ্রযান-৩।

চাঁদে মানুষহীন মহাকাশযান পাঠানোর ক্ষেত্রে এটি ইসরোর তৃতীয় অভিযান। এর আগে দু’বার ইসরোর অভিযান ব্যর্থ হয়েছে। ইসরো-র পরিকল্পনা অনুযায়ী চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা ‘চন্দ্রযান-৩’ এর। সফল ভাবে ল্যান্ডার বিক্রম যদি চাঁদের মাটি ছুঁয়ে ফেলে তবেই রোভার প্রজ্ঞানকে অবতরণ করাতে পারে। পুরো পর্ব সফল ভাবে মিটলে ভারতীয় মহাকাশ অভিযানের ইতিহাস অন্য শিখরে পৌঁছবে। সে ক্ষেত্রে আমেরিকা, রাশিয়া, চিনের পরে চতুর্থ দেশ হিসাবে ভারত তালিকায় জায়গা করে নেবে। পাশাপাশি, এই প্রথম বার চাঁদের দক্ষিণ মেরুতে কোনও দেশ পা রাখবে। এখনও চাঁদের দক্ষিণ মেরু অনাবিষ্কৃত।

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content