শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


চাঁদের আরও কাছে এল চন্দ্রযান-৩। ছবি: টুইটার।

চাঁদের শেষ কক্ষপথে পৌঁছে গেল চন্দ্রযান-৩। ইসরোর পরিকল্পনা অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ পঞ্চম তথা শেষ কক্ষপথে ঢুকে পড়ে মহাকাশযানটি। এ প্রসঙ্গে ইসরো জানিয়েছে, বৃহস্পতিবারেই পরিকল্পনা মতো চন্দ্রযান-৩ এর মূল অংশ থেকে ল্যান্ডার বিক্রমের বিচ্ছিন্ন হওয়ার কথা। অর্থাৎ, আগামীকাল বৃহস্পতিবার থেকেই চন্দ্রযান-৩ এর চাঁদের বুকে নামার সেই জটিল প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
শেষ গন্তব্য চাঁদ থেকে ১০০ কিলোমিটার দূরের কক্ষপথ। চন্দ্রযান-৩ সেখান থেকেই চাঁদের দক্ষিণ মেরুতে নামবে। শেষ ধাপে এসে ধীরে ধীরে গতি কমিয়ে ‘চন্দ্রযান’ চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরের মধ্যে চলে আসবে। কারণ, পৃথিবীর চেয়ে চাঁদের আকর্ষণবল ছয় গুণ কম। এর পরেই আসল পরীক্ষা অপেক্ষা করছে। অনেকটা পাখির পালকের মতো নামবে সে। চার বছর আগে এই পর্যায়ে এসে ইসরোর ‘চন্দ্রযান-২’ ব্যর্থ হয়েছিল।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-২৪: দুই অবতার মুখোমুখি, কী মাহাত্ম্য লুকিয়ে আছে এই সাক্ষাতে?

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৩: কানে ব্যথা? তেল দেবেন কি?

আগামী ২৩ অগস্ট সন্ধ্যা ৫টা ৪৭ মিনিট নাগাদ ল্যান্ডার বিক্রমের রোভার প্রজ্ঞানকে নিয়ে অবতরণ’ (সফট ল্যান্ডিং) করার কথা। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে সফল উৎক্ষেপণ হয় ‘চন্দ্রযান-৩’-এর। উৎক্ষেপণের ২৩ দিন পর চাঁদের কক্ষপথে পৌঁছেছে চন্দ্রযান-৩। এর আগে পাঁচ বার পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টানে পৃথিবীর কক্ষপথেই ঘুরছিল চন্দ্রযান-৩।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৪৪: কোন সকালে মুক্তির অপেক্ষায় ‘ত্রিযামা’

কলকাতার পথ-হেঁশেল: যাদবপুর— যদুকুল ও চপস্টিকস

চাঁদে মানুষহীন মহাকাশযান পাঠানোর ক্ষেত্রে এটি ইসরোর তৃতীয় অভিযান। এর আগে দু’বার ইসরোর অভিযান ব্যর্থ হয়েছে। ইসরো-র পরিকল্পনা অনুযায়ী চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা ‘চন্দ্রযান-৩’ এর। সফল ভাবে ল্যান্ডার বিক্রম যদি চাঁদের মাটি ছুঁয়ে ফেলে তবেই রোভার প্রজ্ঞানকে অবতরণ করাতে পারে। পুরো পর্ব সফল ভাবে মিটলে ভারতীয় মহাকাশ অভিযানের ইতিহাস অন্য শিখরে পৌঁছবে। সে ক্ষেত্রে আমেরিকা, রাশিয়া, চিনের পরে চতুর্থ দেশ হিসাবে ভারত তালিকায় জায়গা করে নেবে। পাশাপাশি, এই প্রথম বার চাঁদের দক্ষিণ মেরুতে কোনও দেশ পা রাখবে। এখনও চাঁদের দক্ষিণ মেরু অনাবিষ্কৃত।

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content