রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ছবিতে 'রাজ-সিমরন'। ছবি: সংগৃহীত।

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ মুক্তি পেয়ছিল ১৯৯৫ সালে। ছবিটি বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল। ‘ডিডিএলজে’ শাহরুখ-কাজলের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া একটি ছবি। এই ছবি বলিউডের ছবিতে প্রেমের সংজ্ঞা বদলে দিয়েছিল। রাতারাতি ‘রোম্যান্টিক হিরো’ খ্যাতি পেছিলেন শাহরুখ খান।
আদিত্য চোপড়া পরিচালিত ‘ডিডিএলজে’ দর্শকদের স্বাদ বদলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ২৮ বছর আগে মুক্তি পাওয়া এই ছবি এখনও একই রকম আবেদন রাখে। ছবির একটি দৃশ্য ছিল, কাজলকে কাঁধে তুলছেন শাহরুখ। শুটিংয়ে কাজলকে কাঁধে তুলতে গিয়ে কী অবস্থা হয়েছিল কিং খানের? কাজল সেই অজানা কাহিনির পর্দা ফাঁস করেছেন।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-১৬: কাউকে অপদস্ত করতে হলে তাঁকে নারীঘটিত বিষয়ে জড়িয়ে দিতে হয়

আপনার নামের প্রথম অক্ষর কি ‘এ’? তাহলে জ্যোতিষশাস্ত্র মতে আপনি কিন্তু এই সব গুণের অধিকারী

‘ডিডিএলজে’-র পোস্টার এখনও সবার মনে তাজা। কনের পোশাকে সিমরনকে লো জ্যাকেট মাথায় টুপি জিন্স পরা শাহরুখ কাঁধে তুলেছেন। দৃশ্যটি দেখতে যতটা সুন্দর, বাস্তবে কাজটি করতে গিয়ে শাহরুখকে বেশ বেগ পেতে হয়েছিল। শাহরুখ প্রথমে ভেবেছিলেন, কাজলকে সহজেই কাঁধে তুলে নেবেন। সেই মতো তিনি কাজলকে কাঁধে তুলে ছবিও তুলেছেন, আবার শুটিংও সেরেছেন। যদিও এর ফলে শাহরুখের কাঁধও ‘লক’ হয়ে গিয়েছিল।
আরও পড়ুন:

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-৩০: কারণে-অকারণে পুরুষত্বের কাঠামো পরিবর্তন

বাস্তুবিজ্ঞান, পর্ব-১৮: বাস্তু মতে আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বার কোন দিকে হওয়া উচিত?

কাজল নাকি আগেই এ বিষয়ে শাহরুখকে সতর্ক করেছিলেন। অভিনেত্রীর কথায়, ‘‘আমি ওঁকে বলেছিলাম, তুমি আদৌ পারবে তো? ও বলেছিল, হ্যাঁ, আমি পারব। এত চিন্তার কিছু নেই, আমার শক্তি কম নয়।” অভিনেত্রীর এও বলেন, ‘‘শাহরুখ আমাকে একটুও বুঝতে দেয়নি যে, আমি কতটা ভারী। যদিও পরে ওঁকে ফ্রোজেন শোল্ডারের সমস্যায় বেশ ভুগতে হয়েছিল। বেচারা শাহরুখ!”

Skip to content