ছবি: প্রতীকী। সংগৃহীত।
আমরা সকলেই জানি যে, singular মানে একটা, আর plural মানে একের বেশি। এটাও জানি যে সাধারণত singular noun-এর সঙ্গে ‘S’ যুক্ত করে plural করা হয়।
কিন্তু আবার কিছু ক্ষেত্রে ‘es’ যুক্ত হয়।
এ বারে দ্যাখো
যদি nounটির শেষে ‘y’ থাকে আর তার আগে vowel থাকে তখন ‘s’ যুক্ত হয়। কিন্তু যদি nounটির শেষে ‘y’ থাকে আর তার আগে consonant থাকে, তখন ‘y’টা ‘i’ হয়ে যায় এবং সঙ্গে ‘es’ যুক্ত হয়।
ইংলিশ টিংলিশ: সবাই যখন বলছেন ‘very happy’, আপনি বলুন ‘euphoric’
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৬৮: বাবা, ‘পিতা নোহসি’ বলো — এই কথাটি ঘুরেফিরেই কবির কানে বেজে উঠত
আবার দ্যাখো
Noun-এর শেষে ‘f’ থাকলে, সেটা ‘v’ হয়ে যায় এবং সঙ্গে ‘es’ যুক্ত হয়। কিন্তু chief এর ক্ষেত্রে এটা হয় না।
আরও দ্যাখো
এখানেও ‘f’টা ‘v’ হয়ে যায় এবং যেহেতু ‘e’ আছেই, তাই শুধু ‘s’ যুক্ত হয়। কিন্তু roof-এর plural-এ কিন্তু শুধু ‘s’ যুক্ত হয়।
যদি singular noun-গুলো s, ss, x, sh, ch দিয়ে শেষ হয় তখন তাদের plural করতে ‘es’ যুক্ত করা হয়।
পঞ্চমে মেলোডি, পর্ব-২১: পঞ্চমের সুরের মাদকতায় বুঁদ হয়ে আশা গাইলেন সেই তোলপাড় করা গান ‘পিয়া তু আব তো আজা…’
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২৯: ডায়াবেটিসে কি আলু একদম বন্ধ?
এ বারে দ্যাখো
এমন কিছু noun আছে যার plural একেবারে অন্যরকম হয়।-
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৬: মজল আঁখি মজেছে মন, ইমোজি তোদের ডাকল যখন
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬: নাম দিয়ে যায় চেনা
আশা রাখছি singular এবং plural নিয়ে আর কোনও ভুল তোমদের হবে না। লেখার সঙ্গে দেওয়া YouTube video linkটি দ্যাখো, আরও কিছু উদাহরণ পাবে।