সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

সোমবার সকাল থেকে ব্যারাকপুর স্টেশনে অবরোধ শুরু করেছেন নিত্যযাত্রীদের একাংশ। রেল ওভারব্রিজ তৈরির দাবিতে এই অবরোধের জেরে যাত্রী ভগান্তি চরমে উঠেছে। সপ্তাহের প্রথম কাজের দিন শিয়ালদহ মেন শাখার আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল একেবারে স্তব্ধ। রেল জানিয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। যদিও এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
জানা যাচ্ছে, সোমবার সকাল ৯ টা নাগাদ ব্যারাকপুর নাগরিক প্রতিরোধ মঞ্চ এই অবোরোধ শুরু করে। এ সময় অফিসযাত্রীদের প্রচুর ভিড় থাকে। শিয়ালদা-কৃষ্ণনগর শাখায় যাঁরা যাতায়াত করেন, তাঁরা রীতিমতো সমস্যায় পড়েছেন। সপ্তাহে প্রথম কাজের দিন। অনেকেই ভেবে পাচ্ছেন না অফিসে কীভাবে পৌঁছবেন, বা আদৌ পৌঁছতে পারবেন কি না।
আরও পড়ুন:

শাহরুখের সততা নিয়ে প্রশ্ন কাজলের! অভিনেত্রীর মন্তব্যে হতবাক অনুরাগীরা

তিরিশেই রং হারাচ্ছে চুল? এত কম বয়সে চুল পেকে যাওয়ার কারণ কী?

অবরোধকারীরা জানিয়েছেন, প্ল্যাটফর্মের উপর ফুটব্রিজটি সম্প্রসারণের প্রয়োজন। ক্রমশ প্ল্যাটফর্ম বড় হলেও ওভার ব্রিজটি সম্প্রসারণ করা হয়নি। কেবল দুটি প্ল্যাটফর্মে রেলব্রিজ ব্যবহার করা যায়। সেই রেলব্রিজ ১ নং প্ল্যাটফর্ম পর্যন্ত ব্রিজটির সম্প্রসারণ করা হয়নি। ব্যস্ত সময়ে যাত্রীদের ব্রিজ পরিবর্তন করে নিয়মিত যাতায়াত করতে হয়। এর জেরে অনেক সময় ট্রেন মিসও হয়ে যায় অনেকের। এই কারণেই টানা রেলব্রিজ সম্প্রসারণের দাবি তুলেছিলেন নিত্যযাত্রীরা।

Skip to content