Skip to content
শুক্রবার ৪ এপ্রিল, ২০২৫


সাধারণত ‘খুব বেশি’ কিছু বোঝাতে আমরা ‘very’ শব্দটি ব্যবহার করে থাকি। কিন্তু বার বার এই ‘very’ শব্দটির ব্যবহার আমাদের ইংরেজিকে দুর্বল করে দেয়। যেমন কোনও কিছু খুব ভালো বোঝাতে আমরা ‘very good’ না বলে, যদি ‘excellent’ বা ‘outstanding’ বলি তাহলে সেটা যে শুধু ভালো শোনায় তাই নয়, এটাও বুঝিয়ে দেয় যে আমার ‘vocabulary’ বেশ সমৃদ্ধ। আজকে এ রকমই আরও কিছু শব্দ নিয়ে আলোচনা করবো। আলোচনায় পর্ণা চৌধুরি, ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর।