সোমবার ২৫ নভেম্বর, ২০২৪

সন্তানদের চোখের সামনে তলিয়ে যান জ্যোতি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সপরিবারে পিকনিক করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ছবি তোলার নেশা প্রাণ গেল মায়ের। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড এলাকায়। বড়সড় ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যান ৩২ বছর বয়সি জ্যোতি। ওই মহিলা যখন বেসামাল হয়ে সমুদ্রে তলিয়ে যাচ্ছেন, তখন সেই দৃশ্য সন্তানদের দাঁড়িয়ে দেখতে হল। মাকে চিৎকার করে ডাক দিলেও তিনি আর সাড়া দেননি।
জ্যোতি সোনার স্বামী ও সন্তানদের নিয়ে পিকনিক করতে বেরিয়েছিলেন। তাঁদের যাওয়ার কথা ছিল জুহু চৌপথিতে। কিন্তু জলোচ্ছ্বাসের জন্য সে দিন জুহু চৌপথি বন্ধ থাকায় পরিকল্পনা পরিবর্তন করেন ওই দম্পতি। তাঁরা ঠিক করেন, বান্দ্রা যাবেন। সেই মতো বান্দ্রা ফোর্টে পৌঁছে সমুদ্রে নেমে একটি পাথরের উপর পোজ দিতে থাকেন জ্যোতি ও তাঁর স্বামী। আর সন্তানরা ডাঙায় দাঁড়িয়ে রারা-মায়ের সেই ছবি তুলতে থাকে। এমন সময় দম্পতির উপর একটি বিরাট ঢেউ আছড়ে পড়ে। দেখা যায়, মুহূর্তের মধ্যে ঢেউয়ের ধাক্কায় বেসামাল হয়ে জ্যোতি সমুদ্রের আরও ভিতরে তলিয়ে যাচ্ছেন। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও সময় আপডেটস সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-২০: পঞ্চমের সুর আর কিশোর-আশার অনবদ্য উপস্থাপনা, ‘এক ম্যায় অউর এক তু’ গানটি আজও সুপারহিট

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-২৮: ‘সম্মতি’ আদায়ের চাবিকাঠি

ওই ভিডিয়োয় দেখা যায়, জ্যোতি যখন ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যাচ্ছেন, তখন ডাঙায় দাঁড়িয়ে মা-মা বলে চিৎকার করছে সন্তানরা। কিন্তু মাকে আর তারা দেখতে পায়নি। স্থানীয় সূত্রে খবর, কয়েক জন জ্যোতির স্বামীর পা ধরে কোনও রকম বাঁচিয়ে দিলেও জ্যোতির খোঁজ পাওয়া যায়নি। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরিরা জ্যোতির প্রাণহীন দেহ উদ্ধার করেন। ঘটনাস্থলে উপস্থিত মুকেশ নামে এক ব্যক্তির দাবি, একেবারে শেষ মুহূর্তে তিনি জ্যোতির শাড়ি ধরে ফেললেও শেষ রক্ষা হয়নি।

Skip to content