ছবি: সংগৃহীত।
একটানা ভারী বর্ষণের জেরে উত্তর ভারত বিপর্যস্ত। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, রাজস্থান, পঞ্জাব, দিল্লি, হরিয়ানার মতো রাজ্যগুলি। ভূমিধস এবং হড়পা বানে গত তিন দিনে কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে।
উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ অবিরাম বর্ষণে ভাসছে। মৌসম ভবন জানিয়েছে, এখন বৃষ্টি চলবে। বন্যা সতর্কতা জারি করা হয়েছে হিমাচল প্রদেশে মান্ডি, কিন্নর এবং লাহুল-স্পিতিতে। মঙ্গলবার মৌসম ভবন হিমাচলের প্রায় সর্বত্রই ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে। এর জন্য লাল এবং কমলা সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। হিমাচল প্রদেশ সরকার ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছে। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু মানুষকে বাড়িতে থাকার অনুরোধ করেছেন। সরকার হেল্পলাইন নম্বরও চালু করেছে।
উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ অবিরাম বর্ষণে ভাসছে। মৌসম ভবন জানিয়েছে, এখন বৃষ্টি চলবে। বন্যা সতর্কতা জারি করা হয়েছে হিমাচল প্রদেশে মান্ডি, কিন্নর এবং লাহুল-স্পিতিতে। মঙ্গলবার মৌসম ভবন হিমাচলের প্রায় সর্বত্রই ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে। এর জন্য লাল এবং কমলা সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। হিমাচল প্রদেশ সরকার ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছে। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু মানুষকে বাড়িতে থাকার অনুরোধ করেছেন। সরকার হেল্পলাইন নম্বরও চালু করেছে।
বৃষ্টিপাতের জেরে মঙ্গলবার দিল্লিতেও কমলা সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। কেন্দ্রীয় জল কমিশন জানিয়েছে, যমুনার জলস্তর বিপদসীমা পেরিয়ে গিয়েছে। উদ্বিগ্ন প্রশাসন। দিল্লিতে নিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। ত্রাণ শিবির এবং কমিউনিটি সেন্টারও তৈরি করা হয়েছে। দিল্লি সরকার বন্যাপ্রবণ এলাকা এবং যমুনার জলস্তর নিরীক্ষণে ১৬টি কন্ট্রোল রুম খুলেছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার তৈরি বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল।
আরও পড়ুন:
ইতিহাস কথা কও, কোচবিহারের রাজকাহিনি, পর্ব-১: রাজবাড়ির ইতিকথা—ইতিহাসের অন্তরে ইতিহাস
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪: সুন্দরবনের লবণ-বৃত্তান্ত
এ বার কুমায়ুন হিমালয়ে ভারী বৃষ্টি হয়েছে। এর জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ডও। মঙ্গলবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি ভারী বর্ষণ, বন্যা এবং ভূমিধসের সতর্কতা জারি করেছেন। সেই সঙ্গে চারধামের তীর্থযাত্রীদেরও সতর্ক থাকতে বলেছেন তিনি।
প্রায় একই ছবি পঞ্জাব এবং হরিয়ানাতেও। দুই রাজ্যে অনন্ত ন’জনের মৃত্যু হয়েছে। পঞ্জাব সরকার ১৩ জুলাই অবধি সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। রাজ্যে হড়পা বানে প্রচুর গাড়ি, রাস্তা, সেতু, দোকানপাট ভেসে গিয়েছে। জলমগ্ন চাষের জমি। অবরুদ্ধ বহু রাস্তা।
প্রায় একই ছবি পঞ্জাব এবং হরিয়ানাতেও। দুই রাজ্যে অনন্ত ন’জনের মৃত্যু হয়েছে। পঞ্জাব সরকার ১৩ জুলাই অবধি সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। রাজ্যে হড়পা বানে প্রচুর গাড়ি, রাস্তা, সেতু, দোকানপাট ভেসে গিয়েছে। জলমগ্ন চাষের জমি। অবরুদ্ধ বহু রাস্তা।
আরও পড়ুন:
গ্যাস-অম্বলের সমস্যা হলেই ওষুধ খেয়ে নেন? দীর্ঘ মেয়াদি সমাধানের জন্য এই ৩ যোগাসন নিয়মিত করুন
‘সবচেয়ে কঠিন ছ’মাস…’, অভিনয় থেকে বিরতির মধ্যেই সামান্থা প্রভুর পোস্ট ঘিরে রহস্য ঘনাচ্ছে, উদ্বিগ্ন ভক্তরা
মানালিতে দোকানপাট ভেসে গিয়েছে। হড়পা বানে কুলু, কিন্নর এবং চাম্বাতে যানবাহন ভেসে যাওয়ার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। কসোলে নদীর জলের স্রোতে যাত্রিবাহী বাস ভেসে গিয়েছে এমন ভিডিয়োও দেখা গিয়েছে। হিমাচলের সোলান জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র পরওয়ানুতে জলের তোড়ে রাস্তা থেকে ভেসে যাচ্ছে গাড়ি। ভয়ে চিৎকার চেঁচামেচি করছেন স্থানীয়রা। উত্তর ভারত জলমগ্ন হয়ে যাওয়ায় তৎপর সেনাবাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে ত্রাণ ও উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে ‘সময় আপডেটস’ সেই সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।