একটা সময় ছিল মানুষ ডায়াবিটিসের নাম শুনলেই ভয় পেত। এখন আর তেমনটা হয় না। কারণ এ বিষয়ে সচেতনতার হার আগের থেকে অনেকটাই বেড়েছে। খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ এবং শরীরচর্চার সঙ্গে ঘরোয়া টোটকাও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে। কিন্তু যাঁদের রক্তে শর্করার হার খুব বেশি, তাঁদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। নিয়মিত ওষুধও খেতে হয়। আবার ক্ষেত্র বিশেষে রক্তে ইনসুলিন হরমোনের মাত্রা যদি খুব কমে যায়, তাহলে ভারসাম্য রক্ষার জন্য তা বাইরে থেকে প্রয়োগ করতে হয়। কেউ কেউ আবার ডায়াবিটিস নিয়ন্ত্রণের জন্য আয়ুর্বেদের উপর ভরসা রাখেন। তাই নানা রকম ভেষজ খেয়ে থাকেন।
আরও পড়ুন:
আরও পড়ুন: