শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


প্রতিটি বুথে অর্ধেক রাজ্য পুলিশ এবং অর্ধেক কেন্দ্রীয় বাহিনী থাকবে। পঞ্চায়েত ভোটে বাহিনী মোতায়েন নিয়ে মঙ্গলবার এমনটাই জানিয়েছে কলকাতা হাই কোর্ট। এ বিষয়ে বিএসএফের নোডাল অফিসারকে হাই কোর্ট নির্দেশ দিয়েছে।
কেন্দ্রীয় বাহিনীর নিয়ম হল, ৪ জনের কম জওয়ান কোনও জায়গাতেই মোতায়েন করা যায় না। এদিকে, পঞ্চায়েত ভোটের জন্য পর্যাপ্ত বাহিনী নেই বলে হাই কোর্টে জানানো হয়। এ নিয়ে হাই কোর্ট আগেও জানিয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশও কাজ করতে পারবে। এই অবস্থায় ভোটে প্রতি বুথে সমান অনুপাতে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ রাখা যায় কি না হাই কোর্ট তা বিবেচনা করে দেখতে বলে। পাশাপাশি হাই কোর্ট এও নির্দেশ দেয় প্রতি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।
আরও পড়ুন:

আমাদের ভুল হয়ে গিয়েছে, ‘ইংলিশ মিডিয়াম’ শর্ত প্রত্যাহার করে লোরেটো কলেজ নিঃশর্ত ক্ষমা চাইল বাংলার কাছে

পঞ্চমে মেলোডি, পর্ব-১৮: মনে পড়ে পঞ্চমের কণ্ঠে শোলে ছবির সেই বিখ্যাত ‘মেহবুবা মেহবুবা…’ গানটি?

মঙ্গলবার শুনানির সময় ডেপুটি সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য বলেন, রাজ্য পুলিশের ৭০ হাজার কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর ৬৫ হাজার জওয়ানকে সমান অনুপাতে ব্যবহার করে দিলে সমস্যার সমাধান সম্ভব। ডেপুটি সলিসিটর জেনারেলের বক্তব্যের পরে হাই কোর্ট বিএসএফ-এর আইজিকে নির্দেশ দেয় সারা রাজ্যে সমান অনুপাতে বাহিনী মোতায়েন করার

আপনার রায়

রাজ্যে পঞ্চায়েত ভোটে দফা বৃদ্ধি করা জরুরি?

Skip to content