রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

স্মার্টফোন আছে অথচ হোয়াটসঅ্যাপ নেই এমন কেউকে খুঁজে পাওয়া মুশকিল। বন্ধুদের সঙ্গে আড্ডা, অফিস বা অন্য যে কোনও কাজে হোয়াটসঅ্যাপের ব্যবহার সর্বত্র। সেই কারণে হোয়াটসঅ্যাপ সংস্থা সময়ে সময়ে নতুন নতুন ফিচার নিয়ে এসেছে। এবার মেটা অধীনস্থ হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফারের জন্য আকর্ষণীয় ফিচার আনল।
হোয়াটসঅ্যাপ ব্যবহারের যেমন বেশ কিছু সুবিধা আছে, তেমন অসুবিধাও রয়েছে। যেমন ধরুন, আপনি হয়তো ফোন বদল করতে চান। তখন সব থেকে বড় চিন্তা মাথায় আসে হোয়াটসঅ্যাপ চ্যাট মুছে যাবে না তো? অনেকেই হয়তো জানেন না, অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েড বা আইওএস থেকে আইওএস ফোনে চ্যাট ট্রান্সফার করা কঠিন না হলেও মুছে যাওয়ার সম্ভাবনা থাকেই।
আরও পড়ুন:

বৃষ্টিতে ফোন ভিজে গিয়েছে? ঘাবড়াবেন না, এই ৫ উপায়ে হবে সমস্যার সমাধান

উত্তম কথাচিত্র, পর্ব-৪১: কান্না হাসির দোল দোলানো ‘একটি রাত’

এ বার চ্যাট ট্রান্সফারের পদ্ধতিকে আরও সহজ করল হোয়াটসঅ্যাপ সংস্থা। সংস্থাটি জানিয়েছে, এবার থেকে চ্যাট ট্রান্সফার করা যাবে কিউআর কোড স্ক্যান করেই। আপনার পুরনো ফোনের কিউআর কোড স্ক্যান করলেই খুব সহজে চ্যাট এবং বড় ফাইল সবই নতুন বা অন্য ফোনে চলে যাবে। তবে এই সুবিধা পেতে হলে দুটি ফোনেরই অপারেটিং সিস্টেম একই থাকা আবশ্যক। মানে অ্যান্ড্রয়েড থেকে আইফোন অথবা আইফোনে থেকে অ্যান্ড্রয়েড হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফারের উপায় কিছুটা আলাদা।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৩: সুন্দরবনে মানুষের আদি বসতি

বাস্তুবিজ্ঞান, পর্ব-১৮: বাস্তু মতে আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বার কোন দিকে হওয়া উচিত?

অ্যান্ড্রয়েড থেকে আইফোন আর আইফোন থেকে অ্যান্ড্রয়েডে চ্যাট ট্রান্সফারের জন্য সংস্থার ‘হেল্পিং পেজ’ রয়েছে। এই ‘হেল্পিং পেজ’-এ গেলেই সেই অপশন পাবেন গ্রাহকরা। তবে এর আগেও অ্যান্ড্রয়েড থেকে আইফোন অথবা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে চ্যাট ট্রান্সফার করার সুবিধা ছিল। তবে পদ্ধতিটি বেশ জটিল ছিল। সে কারণেই অনেকেই ঠিক মতো চ্যাট ট্রান্সফার করে উঠতে পারতেন না। তাই হোয়াটসঅ্যাপ তাদের গ্রাহকদের জন্য একটি সহজ সরল নতুন পদ্ধতি নিয়ে এসেছে।

Skip to content