মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

বর্ষা শুরু হয়ে গিয়েছে। যখন-তখন ঝমঝমিয়ে বৃষ্টিও পড়ছে। এমন সময় বাইরে বেরোলে সঙ্গে অবশ্যই ছাতা থাকা প্রয়োজন। ছাতা দিয়ে না হয় মাথা রক্ষা হল, কিন্তু পকেটে থাকা ফোনের কী হবে? একটু অসতর্ক হলেই তো বর্ষার জল ফোনে ঢুকে খারাপ হয়ে যাবে। তবে কয়েকটি বিষয় মেনে চললে বর্ষাতেও আপনার ফোন থাকবে সুরক্ষিত।
 

তৎক্ষণাৎ চার্জে বসাবেন না

ফোন কোনও ভাবে ভিজে গেলে, চার্জ না থাকলেও তৎক্ষণাৎ চার্জে বসাবেন না। ভিজে যাওয়া ফোন একেবারে শুকিয়ে গেলে তবেই চার্জে বসান। মাথায় রাখতে হবে, ভিজে যাওয়া ফোন চার্জে বসালে যে কোনও সময়ে বিপদ ঘটে দুর্ঘটনা ঘটে যেতে পারে।

 

ফোন বন্ধ রাখুন

যদি ফোনে জল লেগে যায়, সেক্ষেত্রে প্রথম কাজটি হবে ফোনটি বন্ধ করে দিন। এর পর একটি শুকনো কাপড় দিয়ে ফোনটি ভালো করে মুছে নিন। ফোনের মধ্যে জল ঢুকে গিয়ে অনেক সময় শট সার্কিট হয়ে যায়। তাই ফোন জলে ভিজে গেলে নিরাপত্তার জন্য সেটি বন্ধ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন:

বর্ষায় প্রতিদিন গাড়ি চালিয়ে অফিস যান? চারচাকা নিয়ে বেরোনোর আগে এই ৫টি বিষয় অবশ্যই মাথায় রাখুন

প্রথম প্রচার ঝলকেই ভরপুর অ্যাকশন, মুক্তি পিছল রণবীর কাপুর-রশ্মিকা মন্দনার ‘অ্যানিম্যাল’ ছবির

 

চালের ড্রাম

কোনও ভাবে ফোনে জল ঢুকে গেলে ভয় পাবেন না। এমনটা হতেই পারে। এক্ষেত্রে ভিজে যাওয়া ফোনটি তাড়াতাড়ি চালের ড্রামের মধ্যে রেখে দিন। অন্তত ৩-৪ ঘণ্টা ওই ভাবে রেখে অপেক্ষা করুন। চালের মধ্যে ফোন ধুকিয়ে রাখলে ভিতরে জমে থাকা জল শুকিয়ে যাবে।
 

ওয়াটারপ্রুফ কভার

আপনার শখের ফোনের একটা ওয়াটারপ্রুফ কভার কিনে নিন। ফোন এই কভারের মধ্যে রেখে দিলে সেটি আর ভিজে যাওয়ার কোনও ভয় থাকবে না। এই কভারের সুবিধা হল, সেটির মধ্যে রেখেও আপনি নিশ্চিতে ফোন ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন:

ত্বকের পরিচর্যায়: যখন তখন হানা দিতে পারে ফাঙ্গাল ইনফেকশন, কী ভাবে বাঁচবেন? রইল উপায়

বাস্তুবিজ্ঞান: পর্ব-২১: বাস্তু মতে, বাড়ির সবার শোয়ার ঘর কোন দিকে হলে ভালো? কোন দিকেই বা থাকে ঠাকুর ঘর?

 

জিপার লক ব্যাগ

বর্ষার দিনে সব সময় সঙ্গে একটি পলিথিন রাখা ভালো। আচমকা বৃষ্টি শুরু হলে ফোনটি পলিথিনে ঢুকিয়ে রাখুন। ফোন পলিথিন ব্যাগের ভিতর ধুকিয়ে উপরে গিঁট মেরে দিন। এখন তো আবার জিপার লক ব্যাগও পাওয়া যায়। এরকম ব্যাগও ফোন রাখার জন্য ব্যবহার করতে পারেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে জিপার লক ব্যাগের ভিতরে ফোন ঢুকিয়ে জিপ লক করে দিন। ব্যস, আর ভিজে যাওয়ার কোনও ভয় নেই।


Skip to content