![](https://samayupdates.in/wp-content/uploads/2022/06/weather-13.jpg)
ছবি: প্রতীকী।
অবশেষে কলকাতার একাংশে নামল বৃষ্টি। বৃহস্পতিবার দেশে বর্ষা ধুক্লেও বাংলায় এখনও তার আগমন হয়নি। কয়েকদিন ধরেই অসহ্য গরমে বঙ্গবাসী। এই আবহে খানিক বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেলেন কলকাতাবাসী।
যদিও হাওয়া দফতর জানিয়ে দিয়েছে, গরম থেকে এখনই স্বস্তি পাচ্ছে না দক্ষিণবঙ্গ। দক্ষিণের বিভিন্ন জেলাতেও আগামী কয়েক দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর একমাত্র স্বস্তির বার্তা শুনিয়েছে উত্তরবঙ্গের জন্য। উত্তরবঙ্গে বর্ষার ঢোকারে জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তাই কয়েক দিনের মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
যদিও হাওয়া দফতর জানিয়ে দিয়েছে, গরম থেকে এখনই স্বস্তি পাচ্ছে না দক্ষিণবঙ্গ। দক্ষিণের বিভিন্ন জেলাতেও আগামী কয়েক দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর একমাত্র স্বস্তির বার্তা শুনিয়েছে উত্তরবঙ্গের জন্য। উত্তরবঙ্গে বর্ষার ঢোকারে জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তাই কয়েক দিনের মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গে বর্ষণের পরিমাণ বাড়তে পারে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু এলাকায়। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই সময়ের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙেও।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/06/Health-drinks.jpg)
হেলদি ডায়েট: তীব্র গরমে সুস্থ থাকতে ভরসা রাখুন ফলে-জলে-শরবতে
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/04/Egg-Banana.jpg)
রোজ প্রাতরাশে ডিমের সঙ্গে কলা খাচ্ছেন? এর ফলে কী হচ্ছে জানেন
এদিকে, দক্ষিণের জেলাগুলিতে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত অস্বস্তিকর গরম ভাব বজায় থাকবে। সেই সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতিও বজায় থাকবে। শুক্রবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানে। শনিবার থেকে মঙ্গলবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়ে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানে। শুক্র এবং শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে মালদহ এবং দুই দিনাজপুরে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/10/samayupdates_Pic-9-22.jpg)
প্যারিস, ইউট্রেকট, আমস্টারডাম হয়ে ব্রাসেলস—স্বপ্নের ভ্রমণ ডেসটিনেশন/২
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/06/satyaji6t-Roy2.jpg)
পর্দার আড়ালে, পর্ব-৩৪: মানিকদা আমি ‘এজে’ আপনার থেকে বড়, কিন্তু আপনি ‘ইমেজে’ আমার থেকে অনেক বড়: জহর
হাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। শুক্রবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে।