সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

বৃহস্পতিবার কেরল হয়ে বর্ষা ঢুকেছে দেশে। যদিও আলিপুর হাওয়া দফতর এখনই রাজ্যে ভারী বর্ষণের পূর্বাভাস জানায়নি। বরং রবিবার পর্যন্ত বাংলার পশ্চিমে সাত এবং উত্তরের তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় এখনই তাপপ্রবাহের কোনও পূর্বাভাস নেই। পশ্চিমের জেলাগুলি বাদ দিয়ে বাকি সব জেলায় রবিবার থেকে অল্প বিস্তর বৃষ্টি হতে পারে। রাজ্যে বর্ষা ঢোকার আগে প্রতি বারই প্রাক্-বর্ষার বৃষ্টি হয়। কলকাতার তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকলেও অস্বস্তি বোধ বজায় থাকবে। তবে রাজ্যে বর্ষা ঢুকলে পারদপতন হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।
আরও পড়ুন:

ছবি মুক্তি পাবে এক সপ্তাহ পরে, তার আগেই বিনামূল্য বিক্রি হল ‘আদিপুরুষ’-এর ১০ হাজার টিকিট

হাত বাড়ালেই বনৌষধি: পদ্মপুরাণ

রাজ্যের পশ্চিমের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দুই দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের সম্ভাবনার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে।
আরও পড়ুন:

সদ্য বাবা হয়েছেন? একরত্তির যত্নে কী করবেন, কী করবেন না?

স্বাদে-আহ্লাদে: গরমের দিনে বাড়িতে হঠাৎ অতিথি এসেছে? গলা ভেজাতে তৈরি করে ফেলুন ম্যাংগো মোজিতো

যদিও হাওয়া দফতর জানিয়েছে, এই বৃষ্টিতে তাপমাত্রার তেমন পার্থক্য হবে না। দক্ষিণবঙ্গে প্রায় একই রকম অসহনীয় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

Skip to content