শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


বিড়লা ইন্সটিটিউট অফ আর্ট অ্যান্ড কালচারে ‘মল্লার’ শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। চলবে রবিবার পর্যন্ত। বিড়লা ইন্সটিটিউট অফ আর্ট অ্যান্ড কালচারের তৃতীয় এবং পঞ্চম তলা জুড়ে বিস্তৃত এই ‘দৃশ্য-চিত্র’ প্রদর্শনী চলছে।
এই দৃশ্য-চিত্র বা ভিসুয়্যাল আর্ট কিন্তু শুধুমাত্র হাতে আঁকা চিত্র বা আলোকচিত্রেই সীমাবদ্ধ নয়, নানান রকম হাতে তৈরি গয়না, ঘর সাজানোর জিনিস, সুগন্ধি মোমবাতি এমনকি বাটিকের জিনিসও এখানে স্থান পেয়েছে। পঞ্চম তলায় শুধুই পেইন্টিং আর তৃতীয় তলায় ফটোগ্রাফি এবং অন্যান ভিসুয়্যাল আর্ট-এর প্রদর্শনী চলছে।
আরও পড়ুন:

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-১: আমি ‘কেবলই’ স্বপন…

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৬৪: কবির ভালোবাসার নজরুল

অঙ্কিতা রায় এবং সৈকত মণ্ডলের তত্বাবধানে ‘ছবি ও ঘর’-এর পথ চলা শুরু হয়েছে ২০২০ থেকে। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে প্রায় আড়াইশো শিল্পীর নানান শিল্পকর্ম। চিত্রকলা, আলোকচিত্র, হস্তশিল্প সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। নতুন এক ভাবনার ছাপ রেখেছে এই ‘দৃশ্য-চিত্র’ প্রদর্শনী।

Skip to content