দুর্ঘটনার কবলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার বালেশ্বরের কাছে। ট্রেনটি শুক্রবার হাওড়ার শালিমার স্টেশন থেকে দুপুরে ছাড়ে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির একাধিক কামরা বেলাইন হয়েছে। বালেশ্বরের হাসপাতালে ১৭০ জনকে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, শালিমার স্টেশন থেকে দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস ছাড়ে। ট্রেনটি খড়্গপুর স্টেশন থেকে ছাড়ে বিকেল ৫টা ১৫ নাগাদ। ট্রেনটি বালেশ্বরে পৌঁছয় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ। বালেশ্বরের কাছাকাছি বাহানগা বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাগ্রস্ত হয়েছে ট্রেনের ২৩টি কামরা। এই দুর্ঘটনায় অন্তত ৩২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি বহু।
রেলের মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, ‘‘আজ (শুক্রবার) সন্ধ্যা ৭টা নাগাদ শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের ১০ থেকে ১২টি কামরা বালেশ্বরের কাছে বেলাইন হয়ে পড়ে। দুর্ঘটনার অভিঘাতে করমণ্ডল এক্সপ্রেসের বেলাইন হওয়া কামরাগুলি ছিটকে পড়ে উল্টো দিকের লাইনে। কিছু ক্ষণ পর হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস আসছিল উল্টো দিকের লাইন দিয়ে। সেই ট্রেনটি করমণ্ডল এক্সপ্রেসের ছিটকে পড়া কামরার উপর দিয়ে চলে যায়। এতে বেলাইন হয়ে যায় যশবন্তপুর এক্সপ্রেসেরও ৩ থেকে ৪টি কামরা বেলাইন হয়ে যায়।’’
রেলের মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, ‘‘আজ (শুক্রবার) সন্ধ্যা ৭টা নাগাদ শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের ১০ থেকে ১২টি কামরা বালেশ্বরের কাছে বেলাইন হয়ে পড়ে। দুর্ঘটনার অভিঘাতে করমণ্ডল এক্সপ্রেসের বেলাইন হওয়া কামরাগুলি ছিটকে পড়ে উল্টো দিকের লাইনে। কিছু ক্ষণ পর হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস আসছিল উল্টো দিকের লাইন দিয়ে। সেই ট্রেনটি করমণ্ডল এক্সপ্রেসের ছিটকে পড়া কামরার উপর দিয়ে চলে যায়। এতে বেলাইন হয়ে যায় যশবন্তপুর এক্সপ্রেসেরও ৩ থেকে ৪টি কামরা বেলাইন হয়ে যায়।’’
#WATCH | Odisha Train accident: At around 7pm, 10-12 coaches of the Shalimar-Chennai Coromandel Express derailed near Baleswar and fell on the opposite track. After some time, another train from Yeswanthpur to Howrah dashed into those derailed coaches resulting in the derailment… pic.twitter.com/Fixk7RVfbq
— ANI (@ANI) June 2, 2023
আরও পড়ুন:
৪০ ডিগ্রি ছুঁইছুঁই কলকাতায় তাপমাত্রা, আরও বাড়বে দহন জ্বালা, কোন কোন জেলায় ভিজবে? জানিয়ে দিল হাওয়া দফতর
সঞ্জয় নেশা করেন, মানতেন না মা নার্গিস! যদিও অভিনেত্রী ছেলেকে সমকামী ভাবতেন
স্থানীয় সূত্রের জানা গিয়েছে, একটি মালগাড়িতে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস। এর ফলে প্রথম তিনটি কামরা বাদে করমণ্ডল এক্সপ্রেসের বাকি সব কামরা লাইন থেকে ছিটকে যায়। দুর্ঘটনার অভিঘাতে মালগাড়ির উপর উঠে যায় করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন। চালকের ভুল নাকি সিগনালে গণ্ডগোল এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটল তা জানার চেষ্টা চলছে।