শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


রাজ্যের স্কুলগুলিতে এখনই গরমের ছুটি শেষ হচ্ছে না। স্কুলে গরমের ছুটির মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হল। এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার মঙ্গলবার জানিয়ে ছিল, রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি আগামী ৫ জুন থেকে খুলে যাচ্ছে। আর প্রাথমিক স্কুল আগামী ৭ জুন থেকে খোলার কথা ঘোষণা করা হয়। যদিও বুধবার রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, গরমের ছুটির মেয়াদ আরও ১০ দিন বাড়ল। সব মিলিয়ে গরমের ছুটির মেয়াদ বেড়ে হল আগামী ১৫ জুন পর্যন্ত।
স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়েছিল গত ২ মে থেকে। পর্ষদের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৪ জুন গরমের ছুটি শেষ হওয়ার কথা ছিল। যদিও আগামী ৫ জুন থেকে স্কুল খোলা হবে কি না, সে বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছিল শিক্ষা দফতরের।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২২: স্টেরয়েড বড় ভয়ঙ্কর ওষুধ?

বাংলায় চার বছরের স্নাতক পাঠক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই, এ বারেও চালু হচ্ছে না কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া

তার পরেই শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় আগামী ৫ জুন থেকে স্কুল খুলবে। যদিও বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এখনই শেষ হচ্ছে না গরমের ছুটি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন গরমের ছুটির মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর কথা।

Skip to content