বৃহস্পতিবার ৭ নভেম্বর, ২০২৪


সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। সেই মতো ২০০০ টাকার নোট বদলের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এই আবহের মধ্যেই বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার ভারতীয় মুদ্রা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। ২৮ মে, রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন এই বিশেষ মুদ্রা প্রকাশ্যে আনা হবে।
 

বিশেষ এই মুদ্রার দু’ পিঠে কী কী আছে?

এ প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে ৭৫ টাকার একটি মুদ্রা চালু করা হবে। এই মুদ্রার ব্যাস ৪৪ মিলিমিটার। এর একদিকে পিঠে থাকবে নতুন সংসদ ভবনের ছবি। ছবির উপরে দেবনাগরীতে ‘সংসদ সঙ্কুল’ ও নীচে ইংরেজিতে লেখা থাকবে ‘পার্লামেন্ট কমপ্লেক্স’।
মুদ্রার অন্যদিকে থাকবে অশোক স্তম্ভের চিহ্ন। আর ‘সত্যমেব জয়তে’ লেখা থাকবে নিচে। অশোক স্তম্ভের বাঁ দিকে দেবনাগরী লিপিতে ‘ভারত’ লেখা থাকবে। আর ডান দিকে লেখা থাকবে ইংরেজিতে ‘ইন্ডিয়া’। সেই সঙ্গে থাকবে ভারতীয় মুদ্রার প্রতীক ‘রুপি’ চিহ্নও। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

আরও পড়ুন:

খুব সামান্য বিষয় অথচ কিছুতেই মনে পড়ছে না? খেয়াল করে দেখেছেন কি আপনার পর্যাপ্ত ঘুম হচ্ছে কি না

আমির খান তৃতীয় বার বিয়ে করতে চলেছেন! ইন্ডাস্ট্রির অন্দরেই ফাঁস দিনক্ষণ

 

কী কী উপাদানে তৈরি এই মুদ্রা?

অর্থ মন্ত্রক এও জানিয়েছে, ৭৫ টাকার ওই মুদ্রাটির ওজন ৩৫ গ্রাম। এটি প্রস্তুত করতে লেগেছে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল এবং ৫ শতাংশ দস্তা দিয়ে।

আরও পড়ুন:

ওষুধ খেয়েও কমছে না কোলেস্টেরল? রান্নার এই উপকরণের উপর ভরসা করলে ফল পাবেন

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২১: ক্যানসার মানেই মৃত্যু?

উল্লেখ্য, প্রায় ৬০ হাজার শ্রমিক দুই বছরের মধ্যে এই নতুন ভবনের নির্মাণকাজ শেষ করেছেন। এর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে কেন্দ্র তৈরি হয়েছে। তৃণমূল, আম আদমি পার্টি, কংগ্রেস, বাম, সমাজবাদী পার্টি-সহ ২০টি বিরোধী দল নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে। বিরোধীদের পাল্টা আক্রমণ করেছে শাসকদলও।

Skip to content