বিশেষ এই মুদ্রার দু’ পিঠে কী কী আছে?
এ প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে ৭৫ টাকার একটি মুদ্রা চালু করা হবে। এই মুদ্রার ব্যাস ৪৪ মিলিমিটার। এর একদিকে পিঠে থাকবে নতুন সংসদ ভবনের ছবি। ছবির উপরে দেবনাগরীতে ‘সংসদ সঙ্কুল’ ও নীচে ইংরেজিতে লেখা থাকবে ‘পার্লামেন্ট কমপ্লেক্স’।
মুদ্রার অন্যদিকে থাকবে অশোক স্তম্ভের চিহ্ন। আর ‘সত্যমেব জয়তে’ লেখা থাকবে নিচে। অশোক স্তম্ভের বাঁ দিকে দেবনাগরী লিপিতে ‘ভারত’ লেখা থাকবে। আর ডান দিকে লেখা থাকবে ইংরেজিতে ‘ইন্ডিয়া’। সেই সঙ্গে থাকবে ভারতীয় মুদ্রার প্রতীক ‘রুপি’ চিহ্নও। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
খুব সামান্য বিষয় অথচ কিছুতেই মনে পড়ছে না? খেয়াল করে দেখেছেন কি আপনার পর্যাপ্ত ঘুম হচ্ছে কি না
আমির খান তৃতীয় বার বিয়ে করতে চলেছেন! ইন্ডাস্ট্রির অন্দরেই ফাঁস দিনক্ষণ
কী কী উপাদানে তৈরি এই মুদ্রা?
অর্থ মন্ত্রক এও জানিয়েছে, ৭৫ টাকার ওই মুদ্রাটির ওজন ৩৫ গ্রাম। এটি প্রস্তুত করতে লেগেছে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল এবং ৫ শতাংশ দস্তা দিয়ে।