শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


মালয়ালম ছবি ‘দৃশ্যম’ ২০১৩ সালে মুক্তি পেয়েছিল। ছবিটি এতটাই জনপ্রিয় হয়েছিল দেশের বহু ভাষায় তার রিমেক হয়েছে। গত বছরই দেখা দিয়েছে অজয় দেবগন অভিনীত হিন্দি ‘দৃশ্যম’-এর সিক্যুয়েল ‘দৃশ্যম ২’। এবার যে বিদেশি ভাষায় ‘দৃশ্যম’ ছবি হতে চলেছে কে জানত!
এমনই খবর জানা গিয়েছে কান চলচ্চিত্র উৎসবে। এবার মোহনলাল অভিনীত ‘দৃশ্যম’ তৈরি হবে কোরিয়ান ভাষায়। ‘দৃশ্যম’ এর হিন্দি রিমেক হয়েছিল কুমার মঙ্গত পাঠকের প্যানোরমা স্টুডিয়োর তত্ত্বাবধানে। কোরিয়ান ‘দৃশ্যম’-এও যুক্ত থাকবে প্রযোজনা সংস্থা কুমার মঙ্গত পাঠকের প্যানোরমা স্টুডিয়ো। দক্ষিণ কোরিয়ার অ্যান্থোলজি স্টুডিয়োর সঙ্গে যৌথ উদ্যোগে ছবিটি তৈরি হবে। উল্লেখ্য, এই প্রথম কোনও ভারতীয় ছবি, যার রিমেক হতে চলেছে কোরিয়ার ভাষায়।
আরও পড়ুন:

দ্রুত ওজন কমাতে ভরসা রাখবেন কোন মরসুমি ফলের উপর

ফ্রিজে রাখা খাবার কত দিন ভালো থাকে? কোন নিয়ম মানলে বজায় থাকবে খাবারের গুণমান?

কবে থেকে ছবির কাজ শুরু হবে?
পরের বছর কোরিয়ান ‘দৃশ্যম’-এর কাজ শুরু হবে। তবে প্রস্তুতি পর্ব অবশ্য এ বছর থেকেই শুরু হবে। এই সিদ্ধান্তে দুই পক্ষই বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত। কুমার মঙ্গত পাঠক জানান, “‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি কোরিয়ান ভাষায় তৈরি হবে তা ভাবতেই পারছি না। এই প্রথম কোনও হিন্দি সিনেমার ক্ষেত্রে এমনটা ঘটছে! এই উদ্যোগ হিন্দি সিনেমাকে বিশ্বের মানচিত্রে জায়গা করে দেবে!”

আরও পড়ুন:

মুখ খুললেই বিড়ম্বনা? এই ৩ উপায়ে কমাতে পারেন মুখের দুর্গন্ধ

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫৬: গভীর সমুদ্র, আন্টার্কটিকার হিমশৈল থেকে মরুভূমি হয়ে পর্বতের হ্রদ—মাছেদের উপস্থিতি সর্বত্র

কোরিয়ান ‘দৃশ্যম’ নিয়ে দক্ষিণ কোরিয়ায় অ্যান্থোলজি স্টুডিয়োর সহ-নির্মাতা তথা প্রাক্তন ওয়ার্নার ব্রাদার্স-এর আধিকারিক জে চোই-ও উচ্ছ্বাস। তাঁর কথায়, “‘দৃশ্যম’ এর মতো এরকম একটি সফল হিন্দি ছবিকে কোরিয়ান সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বানানোর সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত। এটি ভারত ও কোরিয়ার মধ্যে যৌথ প্রযোজনা এই প্রথম। আমরা একটি দুর্দান্ত ছবি বানানোর চেষ্টা করব।” অস্কারজয়ী পরিচালিত বং জুন হো-এর কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’ (২০১৯)-এর অভিনেতা সং ক্যাং হো এই নতুন ‘দৃশ্যম’-এ অভিনয় করবেন। তবে কোরিয়ান ভাষায় ছবির নাম কী হবে, তা এখনও জানা যায়নি।

Skip to content