সোমবার ২৫ নভেম্বর, ২০২৪

ছবি: প্রতীকী।

শুক্রবার ২০২৩ সালের মাধ্যমিকের ফল প্রকাশিত হল। এবার ১১৮ জন পরীক্ষার্থী প্রথম দশে স্থানে স্থান পেয়েছে। কলকাতার কোনও স্কুলের ছাত্রছাত্রী সেই তালিকায় নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন টুইট করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।’’
এবার মাধ্যমিকে প্রথম হয়েছেন কাটোয়া দুর্গাদাস চৌধুরী গার্লস স্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি। তাঁর প্রাপ্ত নম্বর ৭০০ নম্বরে ৬৯৭ (৯৯.৫৭ শতাংশ)। বর্ধমানের শুভম পাল এবং মালদহের রিফাত হাসান সরকার যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১। ছ’জন তৃতীয় স্থানে রয়েছেন। সমাদৃতা সেন এবং অনীশ বাড়ুই যুগ্ম ভাবে চতুর্থ হয়েছেন। শুভজিৎ দে এবং অরিজিৎ মণ্ডল পঞ্চম স্থানে রয়েছেন। এগরা রামকৃষ্ণ শিক্ষামন্দির (হাইস্কুলের)-এর ছাত্র শুভজিৎ বেজ রাজ্যে অষ্টম হয়েছেন।
আরও পড়ুন:

কয়েক লক্ষ জিমেল এবং ইউটিউব অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগ্‌ল! আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত তো?

মুখের রোমকূপ বড় হয়ে গিয়েছে? ত্বক খুব অমসৃণ দেখাচ্ছে? কী ভাবে মুশকিল আসান

২০২৩ সালে মাধ্যমিক দিয়েছিল ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন পড়ুয়া। এদের মধ্যে পাশ করেছে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী। এবার মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.১৬ শতাংশ। পরীক্ষা বাতিল হয়েছে ২০ জনের। আর প্রযুক্তিগত ত্রুটির কারণে ২ জনের পড়ুয়ার ফল আটকে রয়েছে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫: অল্প ক্ষতি স্বীকার করে হলেও ভবিষ্যতে বড় লাভের কথা চিন্তা করা দরকার

১৭১-এর পরেই বিদায় ঘোষণা? রজনীকান্তের শেষ ছবি নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি বছর মাধ্যমিক দিয়েছিল ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন। তাদের মধ্যে পাশ করেছে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। পাশের হার ৮৬.১৬ শতাংশ। ২০ জনের পরীক্ষা বাতিল।

ছবির নাম

ছবির নাম


Skip to content