![](https://samayupdates.in/wp-content/uploads/2022/12/cyclone-mandous.jpg)
ছবি: প্রতীকী।
বাংলাদেশ এবং মায়ানমারের মাঝামাঝি এলাকায় রবিবার দুপুর নাগাদ প্রবল বেগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মোকা। এমনটাই জানিয়েছে হাওয়া দফতর। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ২১০ কিলোমিটার! সমুদ্রে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। মোকার কিছুটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের আকাশেও।
এই মুহূর্তে মোকা অবস্থান করছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মোকা ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন বলছে, ঘূর্ণিঝড় মোকা রবিবার দুপুরেই স্থলভাগে আছড়ে পড়বে। দক্ষিণপূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূল, বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কিয়াকফিউয়ের মাঝামাঝি মোকা আছড়ে পড়ার কথা। স্থলভাগে আছড়ে পড়ার সময় গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ১৮০ থেকে ১৯০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় ২১০ কিলোমিটার।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/05/mothers-day-2023.jpg)
‘মা’ শব্দটির গভীর ব্যঞ্জনা: শুভ মাতৃদিবস
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/05/toothpaste.jpg)
টুথপেস্টের টিউবে ভিন্ন ভিন্ন রঙের অর্থ কী? সত্যিটা জানলে অবাক মনে হতে পারে
আন্দামান, নিকোবর উপকূলের ঘূর্ণিঝড়ের জেরে মৎস্যজীবীদের ১৪ মে, রবিবার সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আন্দামান দ্বীপপুঞ্জ জুড়ে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আন্দামানে ৪৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। আন্দামান সাগরে রবিবার জলোচ্ছ্বাসের পরিস্থিতি তৈরি হতে পারে। রবিবার ঘূর্ণিঝড় মোকার জেরে কলকাতা, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের আকাশ মেঘলা থাকতে পারে। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।