ছবি: প্রতীকী।
শক্তি বাড়িয়েই চলছে ঘূর্ণিঝড় মোকা। এই মুহূর্তে সে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসাবে এগোচ্ছে। আজ শুক্রবার রাতের মধ্যে মোকা আরও শক্তি বৃদ্ধি মারাত্মক প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহবিদদের ভাষায়, মোকা ‘এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ পরিণত হতে পারে। আগামীকাল শনিবার মোকা সমুদ্রের উপরেই অবস্থান করবে। সেই সময় তার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ২১০ কিমি হতে পারে। মৌসম ভবন এমনটাই জানিয়েছে।
১৩ তারিখ পর্যন্ত মোকা সমুদ্রেই থাকবে। সেই সময়ই সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ২১০ কিমি। হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, মোকা রবিবার দুপুর নাগাদ বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কায়াকপুরের মধ্যে আছড়ে পড়বে। জানা গিয়েছে, স্থলভাগে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসাবেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। এ সময় গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিমি। সর্বোচ্চ গতি থাকতে পারে ঘণ্টায় ১৭৫ কিমি।
আরও পড়ুন:
নাট্যকার গিরিশচন্দ্রের সন্ধানে, পর্ব-৩৬: গিরিশচন্দ্রের ‘বিষাদ’ নাটকটি প্রথম অভিনীত হয় এমারেল্ড থিয়েটারে
বাড়িতে অফিসের কাজের মাঝে ঢুকে পড়ছে সংসারের ভাবনা-চিন্তা? সমাধানে রইল কিছু উপায়
পশ্চিমবঙ্গ ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়বে না। আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছে। এ প্রসঙ্গে আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় শুক্রবার জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকা এই মুহূর্তে বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। তাই পশ্চিমবঙ্গের জন্য সতর্কতা জারি করা হচ্ছে না। তবে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। ঝড় মোকাবিলায় দিঘা-সহ কিছু এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন:
চলো যাই ঘুরে আসি: মোহনার দিকে…
বিধানে বেদ-আয়ুর্বেদ: ডায়েরিয়াতে ভুগলে কী করণীয়? রইল আয়ুর্বেদ মতে সহজ সমাধান
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। মালদহ এবং দুই দিনাজপুর জেলাতেও সোমবারের পর বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না।
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে ফের তাপমাত্রা বাড়বে। সোমবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে। আবার মঙ্গলবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে।
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে ফের তাপমাত্রা বাড়বে। সোমবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে। আবার মঙ্গলবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে।