২৫ জানুয়ারি ২০২৩, সারা দেশ জুড়ে চলে হইচই কাণ্ড। কারণ চার বছর পর পর্দায় বাদশাহের প্রত্যাবর্তন হচ্ছে। তাঁর অনুরাগিদের কাছে ভোরের আলো ফোটার অপেক্ষা। ভারতে প্রায় সব রাজ্যে দেখা যায়সকাল থেকে সিনেমা হলের বাইরে লাইন, সব শো হাউসফুল। সৌজন্যে সেই পাঠান ছবি। শাহরুখের এই ছবি প্রথম দিন থেকে রাজত্ব করেছে বক্স অফিসে। ভারতে মুক্তি পাওয়ার প্রায় ৫ মাস পরে, ১২ মে শুক্রবার বাংলাদেশে মুক্তি পেল ‘পাঠান’। তবে তার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। শেষমেশ ‘পাঠান’মুক্তি পেল হাসিনার দেশে আর প্রথম দিনেই যথারীতি হাউসফুল এই ছবি।
বাংলাদেশের প্রায় ৪১টি হলে মুক্তি পাচ্ছে ছবিটি। সারা দেশে দিনে ১৯৮টি করে শো পেয়েছে। বাংলাদেশে এই ছবির পরিবেশক অনন্য মামুদ জানান, ছবি মুক্তির আগেই প্রথম দু’দিনের সব টিকিট আগে থেকেই বিক্রি হয়ে গিয়েছে। তিনি আরও জানান, মুক্তির এত দিন পরেও বাংলাদেশের দর্শকের মাঝে ‘পাঠান’ এতটা সাড়া ফেলবে, তা কল্পনার অতীত। এত দিন ভারতীয় হিন্দি ছবি মুক্তির ক্ষেত্রে আপত্তি ছিল বাংলাদেশ সরকারের। অতীতে বাংলাদেশে তিনটি হিন্দি ছবি রিলিজ করলেও, ২০১৫ সাল থেকে কোনও হিন্দি ছবি মুক্তির ছাড়পত্র পায়নি হাসিনার দেশে।
আরও পড়ুন:
হেলদি ডায়েট: সুপারফুড চিয়া সিডের এই সব জরুরি পুষ্টিগুণের কথা জানতেন?
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১৯: পাকা আম খাবেন, নাকি কাঁচা আম?
‘পাঠান’ সেই প্রথা ভেঙে নজির গড়তে চলেছে। যশরাজ ফিল্মস-এর আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট নেলসন ডিসুজা সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সিনেমা সব সময় দেশ, সংস্কৃতি এবং জাতিগত দূরত্ব কমিয়ে এনেছে। সীমান্তের বেড়াজালকে অতিক্রম করে মানুষকে মুগ্ধ করেছে। বাংলাদেশের প্রশাসনের সিদ্ধান্তকে কুর্নিশ জানাই আমরা। অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। বাংলাদেশেও শাহরুখ খানের বিরাট সংখ্যক অনুরাগী রয়েছেন।’’